প্রযুক্তি দুনিয়ার সর্বশেষ সরগরম খবরনতুন আইফোন ও আইপ্যাডের মুক্তি।তাই এ নিয়েই চলছে নানা রকম আলাপ-আলোচনা।আইফোনের নতুন মডেলের নাম দেওয়াহয়েছে ‘আইফোন এসই’। তাই উৎসুকপ্রযুক্তিপ্রেমীরা জানতে আগ্রহী,‘এসই’ দিয়ে আসলে অ্যাপল কীবোঝাতে চাইছে?চার ইঞ্চি পর্দার নতুন এই আইফোনউন্মুক্ত করার সময় ফোনটিরনামকরণের ব্যাপারে কিছুই বলা হয়নিঅ্যাপলের পক্ষ থেকে।আইফোনের নাম নিয়ে টুইটারেঅ্যাপলভক্তরা নানা রকম সম্ভাবনারকথা বলেছেন। যেমন—‘স্পেশালএডিশন’, ‘স্ট্যান্ডার্ড এডিশন’, ‘স্টিলএক্সপেনসিভ’।শেষমেশ প্রযুক্তিপ্রেমীর আগ্রহেরজবাব দিতেই ‘এসই’-এর অর্থ নিশ্চিতকরেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষথেকে জানানো হয়েছে, ‘এসই’-এরমানে হচ্ছে ‘স্পেশাল এডিশন’ ।বিজনেস সাময়িকী ফরচুনকে এ কথানিশ্চিত করেছেন অ্যাপলেরমার্কেটিং বিভাগের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ফিলিপ শিলার।১৬ জিবি ও ৬৪ জিবি ইন্টারনালস্টোরেজের আলাদা দুটি সংস্করণেবাজারে ছাড়া হয়েছে আইফোন এসই।ছোট স্ক্রিনের এবং কম দামিআইফোনের চাহিদা পূরণ করার জন্যইএই ফোন বাজারে ছাড়া হয়েছে বলেঅ্যাপলের পক্ষ থেকে জানানোহয়েছে।আইফোন এসই মডেলে রয়েছে এ৯এসওসি এবং এম৯ মোশন কো-প্রসেসর,১২ মেগাপিক্সেলের আইসাইট রিয়ারক্যামেরা, ফোরকে রেজ্যুলেশনেরভিডিও করার সুবিধা। রয়েছে অ্যাপলপে এবং টাচ আইডি ফিঙ্গারপ্রিন্টস্ক্যানার।কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪দশমিক ২, উন্নত সংস্করণের ওয়াই-ফাইএবং এলটিই।
গরিবের কোন সাইট না থাকতে
পারে।
কিন্তু খুব ছোট একটা পেজ আছে।
যদি আমার পোস্ট হতে কোন
উপকার পান তাহলে
আপনার একটা গুরুত্তপুর্ণ লাইক
প্লিজ আমার পেজে একটা লাইক
দেবেন।
….My Fb Page….