হ্যা, আপনারা ঠিক ই শুনেছেন। এখন
আপনারা আপনাদের প্রিয় এন্ড্রয়েড
ফোনের র্যাম কে করুন নিজ নিয়ন্ত্রন।
আপনারা এই এপস ব্যবহার করে আপনার
মোবাইলের র্যাম ৫০% পর্যন্ত সেভ তরতে
পারবেন। আমাদের সবার ই একটা সমস্যা
এনন্ড্রয়েড নিয়ে, র্যাম প্রচুর যায়গা
দখল করে। আর অনেক এপস আছে যে গুলা
background এ রান হয় যা অনেক র্যাম
দখল করে যা force stop করলেও কাজ
হয়না।
অনেক কথা হলো, এবার কাজের কথায়
আসি। প্রথমে বলে নেই এর জন্য অবশ্যই
আপনার এন্ড্রয়েড ফোনটি রুট করতে হবে।
আর কি কি ডাউনলোড করতে হবে তা
নিচে লিংক দিয়েছি। মাত্র ৫ MB ফাইল
আপনাকে ডাউনলোড করতে হবে।

আপনাকে যা যা করতে হবে


নিচের লিংক থেকে খুব ছোট চারটা file download করতে হবে।
*Greenify (Donation)
*Lucky Patcher
*Xposed Installer
*Greenify (এই apk ফাইল কখনোই আপডেট
করবেন না)

এখন আপনাকে যা করতে হবে


xposed installer ক্লিক করুন। তারপর
Modules এর ক্লিক করুন। এখন Greenify
(Donation) এ টিক দিন এবং Back button
দিয়ে আবার xposed installer এ আসুন।
তারপর install updates এ ক্লিক করুন
এবং সব শেষে reboot করে নিন
আপনার device



reboot শেষে এখন আপনি Lucky patcher
এ ক্লিক করুন। কয়েক সেকেন্ডে এটি
আপনার মোবালের সব এপস গুলো
একসাথে করবে। এখান থেকে আপনি
Greenify (Donation)এ ক্লিক করুন। এরপর
Open Menu তে ক্লিক করুন। এরপর
remove license verification এ ক্লিক করুন।
এর পর auto mode এ ক্লিক করে apply
করে দিন।

এরপর greenify appsটি open করুন। এখন
experimental feature এ গিয়ে screen shot
এ যে রকম আছে সে রকম করবেন।
অনেক সময় এই মেনুটা হাইড থাকতে
পারে। তখন আপনি আবার xposed
installer এ গিয়ে Greenify এ টিক দিয়ে
আপনার মোবাইল reboot করে নিন।




(+) চিহ্নিত স্থানে ক্লিক করে সকল এপস
পাবেন, আর More ক্লিক করলে সকল
installed+system apps Open হবে। আর
select hole ডান দিকে উপরে একটা টিক
চিহ্ন আসবে। select করার পর উপরের টিক
এ ক্লিক করবেন। ব্যাস কাজ শেষ
এরপর আপনার সকল এপস হাইবারনেট
করতে হবে। আর যে গুলা ভুলেও select
করবেননা সেগুলা হলো
*contacts
*contacts storage
*battery saver (if u have)
*google account manager
*google contacts sync
*messages
*sim tool kit

এখন আপনাকে যা করতে হবে তা হলো


আপনার device এর widget থেকে greenify
aps টি shortcut করে desktop এ রেখে দিন
আর যে কোন এপস open করার আগে
hibernate now এ ক্লিক করবেন। এটি
আপানার র্যাম কে নিয়ন্ত্রন করবে,
আপনার ব্যাটারি Performance আগের
চেয়ে বৃদ্ধি করবে।
তাহলে আর দেরি কেন? এখনি আপনার
মোবাইল কে করুন আপনার নিয়ন্ত্রনে আর
মজা নিন গেমস আ ভাল ব্যাটারি ব্যাকাপের।

Leave a Reply