কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের

সতীর্থ অল রাউন্ডার জন হেস্টিংস অনেকটা বাধ্য হয়েই বিদায় বললেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় গোড়ালির ইনজুরিতে পড়েন এই অস্ট্রেলিয়ান।

ইনজুরি নিয়েই সেই ম্যাচ খেলেছিলেন; ছিলেন দলের সবচেয়ে ইকোনোমিকাল বোলার। তবে, চলতি আইপিএলের বাকিটা সময় আর তাকে পাচ্ছে না কলকাতা। এ ব্যাপারে বিস্তারিত গণমাধ্যমের সাথে কথা বলেছেন সাকিবদের সহকারী কোচ সাইমন ক্যাটিচ।

বললেন, ‘ব্যাথা নিয়েই ও বল করেছিল। ম্যাচ শেষেই ওর স্ক্যান করা হয়েছে। আর সেই রিপোর্টের ভিত্তিতেই ওকে অস্ট্রেলিয়ার ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওর ইনজুরি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ও দারুণভাবে দলের সাথে নিজেকে মানিয়ে নিয়ে শেষ কয়েকটা ম্যাচে বেশ ভালো খেলছিল।’

হেস্টিংস এখন দেশে বসে ইনজুরি কাটিয়ে নিজেকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুত করবেন। আর সাকিবের দলকে খুঁজতে হবে এই অলরাউন্ডারের বদলী। তবে, এর আগে কলকাতাকে বদলীর জন্য

আইপিএল টেকনিক্যাল কমিটির ছাড়পত্র পেতে হবে।

 ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
_______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply