App Lock Premium Tutorial

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 

আজকে আমরা দেখবো কীভাবে App Lock App টি খুব সহজেই মাত্র ২ মিনিটের মধ্যে মুড করতে পারি। পোস্টে দেখে প্রসেসটা বড় মনে হতে পারে কিন্তু অনেক ছোট্ট একটি প্রসেস। চলুন শুরু করি৷

মুড করার জন্য যে যে app গুলো লাগবে সেগুলো পোস্টের নিচে দেওয়া থাকবে। 

প্রথমেই প্লেস্টোর থেকে App Lock Install করে নিবো। 

তারপর MT Manager ওপেন করে বাম দিকের মেনু বাটনে ক্লিক করবো৷

তারপর Extract APK বাটনে ক্লিক করবো।

এখন App টি সিলেক্ট করবো।

তারপর EXTRACT APK বাটনে ক্লিক করবো।

কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর LOCATE বাটনে ক্লিক করবো।

এখন App Lock ফাইলটির উপর ক্লিক করবো। তারপর View বাটনে ক্লিক করবো।

এখানে যেকোনো Classes.dex ফাইলে ক্লিক করবো।

তারপর Dex Editor Plus বাটনে ক্লিক করবো।

তারপর Select All অপশটিতে টিক মার্ক দিয়ে OK বাটনে ক্লিক করবো৷

এখানে STRINGS বাটনে ক্লিক করবো

এখন Filter বাটনে ক্লিক করবো।

তারপর সার্চ বক্সে Premium লিখবো। তারপর Ok বাটনে ক্লিক করবো।

এখানে একটি লাইন পাবো, সেই লাইনটিতে ক্লিক করবো।

তারপর Search বাটনে ক্লিক করবো।

এখানে আসার পর ২য় লাইনটিতে ক্লিক করবো।

তারপর উপরের কম্পাস আইকোনে ক্লিক করবো।

এই লিষ্টে একেবারে নিচে চলে আসবো। এখানে OnPrepareOptionsMenu অপশনটিতে ক্লিক করবো।

তারপর এখানে (->l) সিলেক্ট করে goto বাটনে ক্লিক করবো।

তারপর একটু নিচে 887 নাম্বার লাইনে লাস্টের 0 কেটে 1 লিখবো। তারপর ব্যাক বাটন ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর এখানে O, n, m এই ৩ টা মেথোড একে একে আমাদের এডিট প্রথমে এডিট করতে হবে।

প্রথমে আমরা o মেথোডটা ওপেন করবো। o তে চাপ দিয়ে ধরে রেখে goto বাটনে চাপ দিবো।

এখানে end method এর উপরের move result আছে। সেটা পরিবর্তন করে const/4 p1, 0x1 লাইন লিখতে হবে।

এভাবে আমরা বাকি ২ টা মেথোডও এডিট করবো। 

তারপর Save বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো।

তারপর উপরের ডান কোনার মেনু বাটনে ক্লিক করে Exit বাটনে ক্লিক করবো। 

এখানে AUTO SIGN বাটনে টিক রেখে Ok বাটকে ক্লিক করবো।

তারপর যা আসবে close করে দিবো।

তাহলেই আমাদের মুড সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা App Lock এর ফাইলটি Install করবো। তাহলেই দেখতে পাবো সব প্রিমিয়াম ফিচার আনলক হয়ে গেছে।

আমি এই পোস্টে সব Screen Short দিই নি। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বা টেলিগ্রামে জানাতে ভুলবেন না।



যেকোনো সমস্যা হলে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন বা কমেন্টেও সমস্যা জানাতে পারেন। 

5 thoughts on "App Lock Premium Tutorial – App Lock মুড টিউটোরিয়াল"

  1. S Contributor says:
    Good post ? Bangla vpn er screenshot disen Tobe process same
    1. zerox Author Post Creator says:
      ঐ জায়গাটার SS নিতে ভুলে গেছিলাম। তাও Bangla VPN এর SS দিয়ে দিয়েছি৷ সব একই তাই
    2. S Contributor says:
      Good job vai ?
  2. tanver583 Contributor says:
    ভাইয়া একটা অ্যাপ মোড করে দিতে পারবেন প্লিজ hisabi busnese অ্যাপ টা মোড করে দেন খুব দরকার
    1. zerox Author Post Creator says:
      চেষ্টা করবো। টেলিগ্রামে app টার play store লিংক দেন।

Leave a Reply