আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন যে জিপি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাচ্ছে সবাই।
একেকজন একেক উপায়ে ফ্রি ইন্টারনেট কনফিগ শেয়ার করে।
তবে বেশিরভাগই HC ফাইল শেয়ার করে।
তবে এসবে একটা সমস্যা আছে,সেটা হচ্ছে বার বার কনফিগারেশ ফাইলটি চেঞ্জ করতে হয়।
কেননা কনফিগারেশন ফাইল Expired হয়ে যায় অথবা সার্ভার ডাউন হয়ে যায়।
আর আমি আপনাদের মাঝে এই সমস্যার একটা সমাধান দিবো। যার মাধ্যমে যতোদিন ফ্রি নেট চালু থাকবে ততোদিন আপনাদের কনফিগারেশন ফাইল চেঞ্জ করা লাগবেনা।
একবার সেটাপ করে নিলেই ঝামেলা শেষ।
এর জন্যে শুরুতেই আপনাদের প্লে স্টোর থেকে HA Tunnel Plus ভিপিএন এপটি ইনস্টল করে নিতে হবে।
আমি নিচে ডাউনলোড লিংক যুক্ত করে দিবো সেখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিবেন অ্যাপটি।
এরপরে নিচে সংযুক্ত করা লিংকটি থেকে. hat কনফিগারেশন ফাইলটি ডাউনলোড করে নিবেন এবং নিচের স্ক্রিনশট গুলো ফলো করবেন।
(১)HA Tunnel Plus অ্যাপটি ওপেন করুন:
(২) এবার স্ক্রিনশটে দেখানো Import/Export এ ক্লিক করুন:
(৩) এরপরে নিচের স্ক্রিনশটে দেখানো মার্ক করা জায়গায় ক্লিক করুন এবং আমার দেয়া কনফিগারেশন ফাইলটি সেলেক্ট করে দিন।
(৪) কনফিগার ফাইলটি ইমপোর্ট হয়ে গেলে নিচে দেখানো স্ক্রিনশটের মতো ইন্টারফেজ দেখতে পাবেন।
এখন আপনার কনফিগারেশন ফাইল সেটাপ করা কম্প্লিট।
স্টার্ট বাটনে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে ফ্রি নেট।
কিন্তু আপনাকে এই অ্যাপে Ads থেকে সময় এড করতে হবে।কানেক্ট করার পর সময় এড করে নিবেন।
আর এই পদ্ধতিতে ভালোই স্পিড পায়,নিচের স্ক্রিনশটটি দেখলে বুঝতে পারবেন।
১৫ mbps কম নয়, চলার মতো।আর কনফিগারেশন ফাইল পরিবর্তনের তো কোনো ঝামেলা থাকতেছে না।
কিছু কথা:
ভাই দয়া করে কেউ এটা নিয়ে ফেসবুক / ইউটিউবে মাতামাতি করবেন না।আকাশচুম্বী দামে কোম্পানিগুলো নেট বিক্রি করে বিদেশে টাকার পাহাড় জমা করতেছে এটার প্রতিবাদ করার কোনো উপায় নেই। তাহলে যখন একটা ফ্রি মেথড বের হচ্ছে তখন এটাকে বন্ধ করার জন্য পাগল হয়ে যান কেনো আপনারা?নিজে ইচ্ছা হলে ফ্রি চালান আর নাহলে এতো ফাটিয়ে বেড়ানোর কিছু নেই।
Config File -mega
আজকে এতোটুকুই আশা করি আপনারা উপকৃত হবেন।
আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।
প্রয়োজনে যোগাযোগ:
Telegram
Thanks for sharing ?
নতুন কনফিগ দেন?