অনেকেই স্মার্টফোন
ছাড়াও সাইবার ক্যাফে কিংবা
কর্মস্থলের কম্পিউটারে ফেসবুক
লগ ইন করেন। তাড়াহুড়ার কারণে
অনেক সময় ফেসবুক লগ আউট না
করেই চলে আসা হয়। তখন সেই
কম্পিউটারে অন্য কেউ ফেসবুকে
ঢুকলেই আপনার প্রোফাইলের
ব্যক্তিগত সব তথ্য দেখে ফেলবে।
এরকম পরিস্থিতিতে পড়লে
জেনে নিন কী করবেন?
১) যে কোনো মোবাইল বা
করুন।
২) এবার মেইন মেনুতে যান।
৩) সেখানে সেটিংস অপশনে
ক্লিক করুন।
৪) এবার সেখানে সিকিউরিটি
অপশন দেখতে পাবেন। সেখানে
ক্লিক করুন।
৫) এবার সেখানে আপনি অনেক
অপশন দেখতে পাবেন। ‘WHERE
YOU’RE LOGGED IN’ অপশনটিতে
ক্লিক করুন।
৬) এবার সেখানে Edit বাটনে
ক্লিক করুন।
৭) এর আগে কোথা থেকে আপনি
লগ-ইন করেছিলেন সেটা দেখতে
পাবেন।
আউট বাটন প্রেস করুন।
৯) এর আগে আপনি ভুলবশত যেখান
যেখান থেকে লগ-আউট করেননি,
সব জায়গা থেকেই লগ-আউট হয়ে
যাবেন।
2 thoughts on "ফেসবুক লগ আউট করতে ভুলে গেলে যা করবেন"