আসলামুআলাইকুম,
ম্যানুয়ালি ফোল্ডার হাইড করা এখন
সকলেই জানে আবার হাইড ফোল্ডার
ওপেন করা তেমন কঠিন কোন কাজ
নয়। কম্পিউটারে এমন কিছু সিকিউর
ফাইল থকে যা আন অথরাইজ পারশন
এক্সেস করলে যে কোন বিপদের
সম্মুখীন হতে হয়। কিন্তু কোন প্রকার
সফটওয়্যার ছাড়াই যদি কমান্ডের
মাধ্যে ফোল্ডার অদৃশ্য করে রাখা
যায় তাহলে বোধ হয় মন্দ হয় না।
আমি আজকে একটি ট্রিক্স শেয়ার
করব যার মাধ্যমে খুব সহজেই
পারবেন।
১. আপনার যেকোন ড্রাইেভ একিট
ফোল্ডার তৈরী করুন যার নাম দিন
(ইচ্ছামত) abc
২। এখন Command Prompt খুলুন Start
Menu থেকে (Start-Run-cmd)।
৩। টাইপ করেন: attrib +s +h C:\abc
(+ চিহ্নের আগে space হবে)
এবং enter চাপুন .
৪।এই command আপনার ফোল্ডারকে
অদৃশ্য করে ফেলবে
এবং Start/Control Panel/Folder
Option/view/Show hidden files and
folders এ ক্লিক করা থাকলে দৃশ্যমান
হবে না। আপিন চেষ্টা করতে
পারেন।
cmd তে type করুন-
attrib -s -h C:\abc
ভালো লাগছে আসা করি
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি
One thought on "এবার, সফটওয়্যার ছাড়াই ফোল্ডার হাইড করুন"