হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার?

আজ অনেকদিন পর পোস্ট করতে বসলাম।

তো যাই হোক আজকের পোষ্টের টাইটেল দেখেই হয়তোবা আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড প্রক্সি নিতে পারবেন।

এই পোস্টটি তাদের জন্য যারা প্রিমিয়াম প্রক্সি কিনতে পারছেন না। এটা তাদের জন্য একটি অল্টারনেটিভ হিসাবে কাজ করতে পারে।

এই পোস্টে আমি আপনাদের সাথে এমন কিছু সাইট শেয়ার করব, যেখান থেকে আপনারা প্রিমিয়াম প্রক্সিগুলো ট্রায়াল হিসেবে নিতে পারবেন।

তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যে আমি তো আনলিমিটেড বলেছিলাম তো এখন আবার বলতেছি ট্রায়াল।

তো আপনারা চাইলে এই ট্রায়ালগুলোকে আনলিমিটেড করতে পারেন, ভিপিএন ব্যবহার করে, এবং অন্য ইমেইল ব্যবহার করে সে ওয়েবসাইট গুলোতে আবারো সাইন আপ করে।

আমাদের লিস্টের সবার প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছেঃ https://fineproxy.de/en/free-trial/

এখান থেকে আপনারা এক ঘন্টার জন্য ট্রায়াল প্রক্সি পেতে পারেন।

নিচে এই ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেনঃ

Free Trial Details

  • 50 proxy IP addresses
  • Static data center hosted
  • HTTP(S) and SOCKS4/5 protocols
  • Mixed locations
  • Unlimited bandwidth
  • Full anonymous elite proxies
  • Access to the proxies within 5 minutes
  • Upgrade to a paid account at any time

এছাড়াও আপনি চাইলে সে ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আরো ডিটেলস দেখতে পারেন।

আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে যে ওয়েবসাইটটি আছেঃ https://proxyelite.info/proxy/hq-proxies-free-trial/

এই সাইট থেকে আপনি চাইলে hq প্রক্সি ট্রায়াল নিতে পারবেন। কি মজার বিষয় না?

তবে একটা কথা মনে রাখবেন এখানে অ্যাকাউন্ট করার পরে আপনাকে একটি টিকিট ওপেন করে ফ্রি ট্রায়ালের জন্য রিকোয়েস্ট করতে হবে। তাহলে আপনাকে ৫০ টি প্রক্সি ফ্রিতে দিয়ে দেয়া হবে।

 

এবারে আমাদের লিস্টে তৃতীয় নাম্বারে যে সাইটটি আছেঃ https://www.aceproxies.com/

এই সাইটে রেজিস্ট্রেশন করে আপনি ২৪ ঘন্টার জন্য ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন।

লিস্টের এরপরে সাইটের নাম হচ্ছেঃ https://www.proxyclick.com/subscribe

রেজিষ্টেশন করে ১৫ দিনের জন্য ফ্রি ট্রায়াল আপনি চাইলেই উপভোগ করতে পারবেন খুব সহজে। এর জন্য আপনার কোন কার্ড দরকার পড়বে না।

আর এই লিস্টের সবার শেষ সাইটের নাম হচ্ছেঃ https://www.webshare.io/

যাই হোক এই সাইটটি অনেকে হয়তোবা চেনেন এবং এর আগেও অনেকে হয়তো বা ট্রায় করেছেন।

এখান থেকে আপনি দশটি প্রক্সি ফ্রিতে পেয়ে যাবেন সাথে 1 জিবি ব্যান্ডউইথ পেয়ে যাবেন।

তো আশা করি আপনাদের এই সাইট গুলো অনেক কাজে আসবে।

আজকের পোস্ট এতটুকুই ছিল। পোস্টে আমি শুধু আপনাদেরকে সাইটগুলো দেখিয়ে দিয়েছি, সাইটগুলোর ভেতরে গিয়ে আপনি আরো অনেক বিস্তারিত জানতে পারবেন।

6 thoughts on "এখন আপনিও নিয়ে নিন ফ্রিতে Unlimited Premium Proxy"

  1. NAYEEM HASAN Contributor says:
    BDIX bypass hoi.?
    1. HridoySheikh7 Author Post Creator says:
      nah BDIX na aisob bro
  2. Shohag Sarkar Contributor says:
    ai proxy diye kono kaj o hoy na onk show .. ar ata vpn ar thekeu kharap
  3. Sajib6463 Contributor says:
    BDIX Bypass করার জন্য কিভাবে নিজে নিজেই Proxy বানাতে পারবো এরকম কোন ট্রিক্স দিতে পারবেন?
  4. Md Swapon Mia Contributor says:
    অনেক আগে এই একই পোষ্ট সম্ভবত https://www.tricknew.com ওয়েবসাইটে দেখছিলাম৷ হয়তো খেয়াল নাই তেমন।
    1. HridoySheikh7 Author Post Creator says:
      faijlami korar jayga pan na ! spam kortecen taw abar vondami kore

Leave a Reply