আসসালামুয়ালাইকুম,
ফেসবুকের লক প্রোফাইল বা অন্যান্য এপের রেস্ট্রিকশনের কারনে স্ক্রীনশট তোলা যায় না।
এই রেস্ট্রিকশনকে Flag_secure বলে।
এই মডিউলটা হলো Disable flag_Secure module. যা আপনার ফোনের Flag_secure কে Disable করে দিবে।
এই Magisk Module ব্যবহার করে আপনি ফোনের সকল এপের রেস্ট্রিকশন উঠিয়ে ফেলতে পারবেন। বাড়তি কোনো সেটিং করতে হবে না।
শুধু মডিউল ফ্ল্যাশ করে রিবুট দিবেন, ব্যস।
(এই মডিউলের আপডেট ভার্সন ফ্ল্যাশ করলে আমার ২ টা ফোনই বুটলুপ করে এজন্য 4.0 ভার্সন ই ব্যবহার করছি)
তাই সাবধানতার জন্য Magisk bootloop Protector ফ্ল্যাশ করে নিয়েন।
মডিউলটি ডাউনলোড করে Magisk এ ফ্ল্যাশ করবেন। Confirmation চাইবে,
Volume up (+) বাটন ক্লিক করে Yes করবেন।
তারপর ৪-৫ মিনিট অপেক্ষা করবেন।
ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যাবে।
ফোন রিবুট করবেন।
চালু হলে ফেসবুক লক প্রোফাইল বা যেকোনো রেস্ট্রিকটেড এপে Screenshot নিয়ে দেখবেন নেওয়া যায় কিনা।
আমার ক্ষেত্রে কাজ করছে।
মডিউল ঠিকঠাকমতো কাজ করলে স্ক্রীনশট নিতে পারবেন।
মডিউলটি তৈরি করেছে Mehedi H Joy vai
মডিউলটি গিটহাবে খুঁজে পাচ্ছি না এজন্য গিটহাবের লিংক দিতে পারছি না।
মডিউলটির Download link: https://drive.google.com/uc?id=13S0BehORgq9aN7WhgeyZPnsM7sWkcA-E&export=download
Android Development & Flashing Support group: https://t.me/AndroidSupportCommunity
Symphony Development Support group: https://t.me/z60z60plus
কষ্ট করে লিংকটা দিবেন?