১. আপনি কি বায়োমেট্রিক্স পদ্ধতিতে আপনার সিম রেজিস্ট্রেশন করেছেন?
২. রি-রেজিস্ট্রেশন করার সময় রিটেইলার বা রি-রেজিস্ট্রেশনকারী কি আপনার আঙুলের ছাপ দুইবার নিয়েছে? বলেছে কি আঙুলের ছাপ দু’বার নিতে হয়?
এই প্রশ্নগুলোর উত্তর আপনার ক্ষেত্রে যদি হ্যা হয়ে থাকে; তবে বলতে হয়, আসলে এসব কিছুই না! সে আসলে আপনার অজান্তে আপনার ভোটার আইডি দিয়ে নতুন সিম রেজিস্ট্রেশন/একটিভ করে নিয়েছে বায়োমেট্রিক্স পদ্মতিতে!
এই সিমটি উনি বিক্রি করবেন অন্য কারো কাছে। পরবর্তীতে ওই সিম দিয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায়ভার কিন্তু আপনার।
তাই, বায়োমেট্রিক্স পদ্মতিতে আপনার সিম রেজিস্ট্রেশন করার সময় দেখে নিন রিটেইলার আপনার মোবাইল নম্বরটাই সফটওয়ারে তুলছেন নাকি অন্য কোন মোবাইল নাম্বার। যদি এ ক্ষেত্রে অন্য কোন নম্বর হয়ে থাকে তবে সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করুন এবং আঙুলের ছাপ দেয়া থেকে বিরত থাকুন।
নিজে সাবধান হোন, অন্যকেও সাবধান করুন। সামাজিক দায়বদ্ধতাটুকু অন্তত সবার মাঝেই থাকা উচিৎ। তাই নয় কি?
আপনাদের মতো কিছু মেম্বারের জন্য ট্রিকবিডির টিউনারদের ভালো টিউন দেওয়ার ইচ্ছা কমে গেছে।
আর যদি আপনার নম্বরেই হয় তবে প্রবলেম নেই।
আর যদি আপনার নম্বরেই হয় তবে প্রবলেম নেই।
*166*8*Old Number*New Number#
kub sundor post..