নতুন নতুন
.
.
সকল নতুন টিপস
.
চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকর, এটা কম বেশি সবাই জানি। পেঁয়াজের রসে সালফার নামক উপাদান রয়েছে যা মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে।
পেঁয়াজের রস যেভাবে কাজ করেঃ
পেঁয়াজের রসের সালফার ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে যা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে।
সপ্তাহে ২/৩ বার পেঁয়াজের রস ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস, খুশকি, ইনফেকশন থেকে মাথার তালুকে রক্ষা করে থাকে। এটি সব ধরণের চুলের অধিকারীরাই ব্যবহার করতে পারেন। এক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল পড়া রোধ করে এর সাথে খুশকি এবং মাথার তালুর ইনফেকশন দূর করে থাকে। শুধু তাই নয় অল্প বয়সে চুল পাকা রোধ করে থাকে পেঁয়াজের রস।
পেঁয়াজের রস এবং মধুর তৈরির প্যাক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী প্যাকটির কথা।
যা যা লাগবেঃ
১টি পেঁয়াজ
মধু
এসেন্সিয়াল অয়েল (ইচ্ছা)
যেভাবে তৈরি করবেনঃ
১। প্রথমে পেঁয়াজ খোসা ছড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর পেঁয়াজ কুচি করে নিন।
২। পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন।
৩। পেঁয়াজ থেকে এর রস আলাদা করে ফেলুন।
৪। পেঁয়াজের রসের সাথে এক-দুই চা চামচ মধু মিশিয়ে নিন।
৫। আপনি চাইলে এতে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
৬। পেঁয়াজের রসের গন্ধ দূর করতে চাইলে গোলাপ জল অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেনঃ
১। এই মিশ্রণটি হাতের আঙ্গুলে নিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন।
২। এবার মাথাটি প্লাস্টিক অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিন। সারা রাত অথবা কমপক্ষে ৩০ মিনিট এটি মাথায় রাখুন।
৩। পরে শ্যাম্পু করে ফেলুন।
৪। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
.
সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল
.
নতুন নতুন টিপস এবং নতুন নতুন গান পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.
নতুন ডিজান ওয়েব নতুন নতুন পোস্ট দেখুন
.
“ধন্যবাদ”
টিউনারশিপ বাতিল করে দেওয়া দরকার