আসসালামুআলাইকুম

হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আর ভালো না থাকলে তো ভালো লাগার ওয়েবসাইট TrickBD আছেই। যেখান থেকে আমরা নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পেয়ে যাই।

তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে উপরিউক্ত টাইটেল দেখেই জেনে গেছেন।

হুম বন্ধুরা, 2G ইন্টারনেটে কিভাবে ইউটিউব ভিডিও দেখবেন আজকে সে বিষয় নিয়েই পোষ্ট করতে যাচ্ছি। আপনারা অনেকে হয়তো টাইটেল দেখে অবাক হয়েছেন যে 2G ইন্টারনেটে তো ওয়েবসাইট ব্রাউজ করা যায় না আবার ইউটিউব ভিডিও !!!

হুম বন্ধুরা, আমি কোন ফানি পোষ্ট করছি না। আজকের পোষ্ট ফলো করলে আপনারা 2G ইন্টারনেটে ইউটিউব ভিডিও দেখতে সক্ষম হবেন। তবে সরাসরি না অন্য একটি ওয়েবসাইটের সাহায্যে। আজকের পোষ্টে আপনারা 2G ইন্টারনেট দিয়ে ওয়েভসাইটো ব্রাউজ করতে পারবেন। এই পোষ্টটি তাদের কাজে দিবে যারা গ্রামে থাকেন। ঠিকমতো নেটওয়ার্ক পায় না বা বাহিরে 4G পায় কিন্তু ঘরের ভিতরে 2G । তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের পোষ্ট।

2G ইন্টারনেট দিয়ে ইউটিউব ভিডিও দেখবেন তাহলে তো প্রথমে একটি 2G ব্রাউজার দিতে হবে যা দিয়ে আপনি 2G তে ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। নিচ থেকে অপেরামিনিটি ডাউনলোড করে নিন। সাইজ 2mb এরো কম। এক মিনিটো লাগবে না ডাউনলোড করতে।

Download Operamini 7.6.4

এই অপেরামিনি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে 2G নেটওয়ার্কে ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।

তো প্রথমে অপেরামিনিটি ইন্সটল করে নিন। এরপর নিচের ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
Go to website

এখন লগিনে ক্লিক করুন



আপনারা যদি আগে থেকে এই সাইটটির সাথে পরিচিত থাকেন এবং একাউন্ট থেকে থাকে তাহলে একাউন্ট খোলার প্রয়োজন নেই। যারা নতুন তাদের একাউন্ট খুলতে হবে। না ক্যাপচা পূরনের ঝামেলা পোহাতে হবে। তো একাউন্ট খুলতে প্রথমে রেজিস্ট্রেসনে ক্লিক করুন।



এখন একটা নিকনেম দিন। নিকনেমটা ইউনিক হতে হবে।



এখন ফোর্ম এবং ক্যপচা পূরন করে রেজিস্ট্রেশনে ক্লিক করুন। তাহলে একাউন্ট তৈরি হয়ে যাবে।



এখন পূর্বের পেজে ফিরে আসুন এবং ইমপোর্টৈ ক্লিক করুন।

এরপর একটি নতুন ট্যাব অপেন করুন। গুগলে আপনার পছন্দের ভিডিও সার্চ করুন। অতঃপর সেখান থেকে ইউটিউবে ঢুকুন এবং লিঙ্কটি কপি করুন।



আপনার কপিকৃত লিঙ্কটি এখানে পেষ্ট করুন এবং পেজে টিক দিন। আপলোডে ক্লিক করলে ভিডিও চলে আসবে।



এখন watch online (rtsp) তে ক্লিক করুন



এরপর কিছু সময় রিফ্রেস করুন তাহলে ভিডিওটি কনভার্ট হবে



এখন পুনরায় watch online (rtsp) তে ক্লিক করুন



দেখুন ভিডিও প্লে হয়ে গেছে

9 thoughts on "খুব সহজে ইউটিউব ভিডিও দেখুন 2G নেটওয়ার্কে"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    এই যুগে এসে এত ঝামেলাকে পোহাবে,😁👈
    1. Nayeem24 Author Post Creator says:
      এই যুগে এসে আমরা ঘরের ভিতরে 4G নেটওয়ার্ক পাই না কেন
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      আপনি যদি টাওয়ার এরিয়াতে থাকেন আপনি ঘরের ভেতরে কেন আপনি যদি একদম মাটির নিচেও থাকেন তাও একদম ফুল ফোরজি পাবেন
  2. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Ak somoy use kortam java 🙂aha ki din silo
  3. Tauhid8642 Contributor says:
    Post ta onek valo laglo. Onek er upokar hobe
  4. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    প্রয়োজন হয়না, তারপরও ধন্যবাদ
  5. Sweet King Samiul Contributor says:
    Ata To Java User Post Hoye Gelo Vai…Ai Dine Ai Post
  6. Monni Chakma Contributor says:
    জাভা ফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে erorr দেখায় কেন কীভাবে জাভা ফোনে ডাউনলোড করা যায়। তার বিষয় নিয়ে পোস্ট করেন।

Leave a Reply