আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা এনআইডি কার্ড অনলাইনে খুব সহজে চেক বা যাচাই করবেন।
এর আগে এনআইডি কার্ড সহজে অনলাইনে যাচাই করা গেলেও বর্তমানে সকল ওয়েবসাইটে তা বন্ধ থাকাই চেক করা সম্ভব হচ্ছে না।
কিন্তু আজকে আপনাদের একটা পদ্ধতি শিখিয়ে দিবো যার মাধ্যমে এনআইডি কার্ড আসল নাকি নকল তা অনলাইনে চেক করার মাধ্যমে খুব সহজে জানতে পারবেন।
তো তার জন্য প্রথমে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে id tax bd লিখে সার্চ দিন।

তারপর সেই ওয়েবসাইটে ক্লিক করুন।

নাগরিক কর্নার ক্লিক করুন।

মোবাইল নাম্বার দিন ও গণিতের সমাধান লিখুন পরবর্তী পদক্ষেপ ক্লিক

আপনার নাম্বারে একটা ওটিপি আসবে সেটা লিখে দিন ও যাচাই করুন।


এবার দুই জায়গায় জটিল টাইপ পাসওয়ার্ড দিয়ে গণিতের সমাধান লিখুন ও সংরক্ষণ করুন।

এবার আপনার একাউন্ট টা লগইন করুন।

লগইন করে ৩ দাগে ক্লিক করুন।

এনআইডি ভেরিফাই করুন ক্লিক করুন।

যে আইডি কার্ড চেক করবেন তার নাম্বার ও জন্মতারিখটি দিয়ে দিন ও যাচাই হালনাগাদ করুন।

এখানে সেই আইডি কার্ডটি যার তার নামটি দেখতে পাবেন।
নামটি আসলেই বুঝে নিবেন আইডি কার্ডটি আসল। আরো বিস্তারিত জানতে ৩ দাগে ক্লিক করুন।

এবার প্রোফাইল এ ক্লিক করুন।

দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন

★★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট𝘄𝘄𝘄.𝘀𝘁𝗲𝗰𝗵𝘁𝘂𝗻𝗲.𝗯𝗹𝗼𝗴𝘀𝗽𝗼𝘁.𝗰𝗼𝗺
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

16 thoughts on "আইডি কার্ড চেক করুন অনলাইনে | Nid Card Online Check"

  1. Mohammad Sijan Contributor says:
    এইভাবে পরবর্তীতে যখন NID এর আসল মালিক তার ভূমির খাজনার একাউন্ট খুলতে যাবে সে বিপদে পরবে।
    আর এই ওয়েবসাইটের আবডেট অনুযায়ী nid পরিবর্তন করা যায়না, অন্যের ক্ষতি করে nid যাচাই করে কি হবে?
    আমি নিজেও এই বিপদে পড়েছিলাম, কত ঝামেলা পোহাতে হয় আমি জানি

    পোস্টটা ডিলিট করার অনুরোধ রইলো।

  2. Rakibuzzaman Contributor says:
    bajee post, report
  3. Hasib Khan Contributor says:
    trickbd এর মতো গ্রুপে যখন পোস্ট করেছেন, বুঝে পোস্ট করবেন, নিজের লাভের জন্য অন্যকে কেন ফাসিয়ে দিচ্ছেন, নাম্বারে Nid থেকে যাবে।
  4. Zahidul Islam Contributor says:
    পোস্টটি দ্রুত ডিলেট দেন সেই সাথে এমন পোস্ট ভবিষ্যতে করা থেকে বিরত থাকার অনুরোধ রইলো।
  5. Technical007 Contributor says:
    good post…assa nid number diye ki nid card e thaka pic show kore eta janaiyen to vaia
  6. Sk Sakib al hasan Contributor says:
    Reported post.
  7. Uzzal Mahamud Pro Author says:
    যার জাতীয় পরিচয় পত্র সে পরবর্তীতে ঝামাতে পড়বে.!
  8. Mharman Contributor says:
    এইটা খুব বাজে ট্রিকস। অনেক ইজি ট্রিকস আছে
  9. towfikomar Contributor says:
    ফালতু পোস্ট
  10. shahadat722 Contributor says:
    বাজে, পোস্ট 😡অন্যনের ক্ষতি হবে।
  11. SK SHORIF KHAN Contributor says:
    নাম্বার দিয়ে কিভাবে আইডিকাডের ইনফরমেশন বের করবো কেও বলতে পারবেন
    1. Md Al-Amin Islam Contributor says:
      SK SHORIF KHAN oita paid service
  12. Mozammel Haque Contributor says:
    ফালতু পোস্ট কেন করেন? এটা আগে জানেন বুঝেন তারপর পোস্ট করেন। যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেন,সে পরবর্তী তে জমির খাজনা দিতে গেলে ভোগান্তিতে পরবে।
  13. saikat0044 Contributor says:
    Sercer cooy

Leave a Reply