Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে

ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন , আজকে আপনাদের বলব যে কীভাবে খুব সহজে আপনি ইন্দোনেশিয়া বাস সিমিউলেটর গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন। এটা হয়তো নতুনরা জানে আবার জানেও না , এই ব্যাপারে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখার পর আমি এই পোস্টটা করার সিদ্ধান্ত নিয়েছি।

 

অনেকেই বাস গেইম খেলতে পছন্দ করেন তারা অনেকেই বাংলাদেশী গেইম খেলতে চান কিন্তু বাংলাদেশী ফিল পাবার জন্য আপনারা অনেকেই OBB সেটআপ করেন যেটা কম র‍্যামের মোবাইলে ল্যাগ করে আজকে আপনাদের দেখাবো বাস সিমিউলেটর এর মেইন ফাইলেই কীভাবে বাংলাদেশী বাস যুক্ত করবেন। আপনারা সর্বপ্রথম প্লে-স্টোরে চলে যাবেন সার্চ করবেন ❝ BUS SIMULATOR INDONESHIA ❞ গেইমটা ডাউনলোড করে নিন

 

LOW DEVICE এর OBB কিছু থাকলেও আপনারা তার ডাউনলোড লিংক সহজে পান না

 

তার জন্য আপনার প্রয়োজন হবে যে বাস যুক্ত করতে চাচ্ছেন তার একটি PNG ছবি , সব বাসের ছবি দিলেই হবে না, সাইজমতো ছবি দিতে হবে , কিছু বহুল পরিচিত বাসের ছবির লিংক অর্থাৎ বাসের ছবির ফাইল লিংক নিচে দিয়ে রাখব , আপনাদের যদি আরও বাসের স্কিন লাগে তাহলে কমেন্ট করবেন

 

এবার দেখাবো কীভাবে সেটআপ করবেন ?

সর্বপ্রথম আপনি গেইমে প্রবেশ করুন এরপর গেরেজ অপশনে যান তারপর ওখান থেকে পেইন্ট এর অপশনে ক্লিক করে হাই কোয়ালিটি নির্বাচন করুন তারপর Browse Gallery তে ক্লিক করুন তারপর আপনার পছন্দের বাসের ছবির ফাইল ছবিটি সিলেক্ট করুন তারপর ওকে প্রেস করুন এবার অ্যাপ্লাই তে ক্লিক করুন ব্যাস হয়ে যাবে তারপর হোমে যান দেখতে পারবেন বাসের ইন্টারফেস চেইন্জ হয়ে যাবে।

 

এখানে ড্রাইভ ফোল্ডারে আমি প্রায় ৩ টা ভালো বাসের ডাউনলোড লিংক দিয়েছি যেগুলো আশা করা যায় আপনাদের ভালো লাগবে

 

Bus Skin Drive Folder

 

❝ একটা বিষয় মাথায় রাখবেন আমি আপনাদের সাথে আজকের যে বাস স্কিনটা শেয়ার করতে যাচ্ছি এটা হলো আপনি গেইমে ঢোকার পর যে ফ্রি বাসটা পাবেন সেইটা অর্থাৎ JET BUS , আপনারা যদি JET বাস যার গেইম নেইম ও রয়েছে ” ❞

 

মূলত এই ভাবেই ইন্দোনেশিয়া বাস সিমুলেটর গেইমে কোনো ল্যাগ ছাড়াই বাংলাদেশী একটা ফিল পাবেন তবে অন্য সব বাস কিন্তু বাংলাদেশী বাস দেখতে পারবেন না  সেগুলো ইন্দোনেশিয়ান দেখতে পাবেন

সর্বপরি আপনার যদি সবগুলো বাস বাংলাদেশী এবং ট্রাফিক একেবারে বাংলাদেশের মতো এই সবগুলো গেইমে দরকার হয় তাহলে আপনাকে OBB সেটাআপ করতে হবে , আপনাদের যদি এই OBB দরকার হয় কমেন্ট করবেন নেক্সট পোস্টে এ নিয়ে আসব

 

আপনাদের যদি পোস্টটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন , কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন এবং নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন

5 months ago (Jul 03, 2024)

About Author (17)

Ajmaine Al Arafat
author

Ajmaine Al Arafat is a Bangladeshi Entrepreneur , Programmer, and web developer. He was born on August 27, 2008, in Kathalia, Jhalokhati, and from an early age, he showed an unwavering curiosity and passion for exploring new ideas. This drive led him, at just 16 years old, into the world of digital marketing and web development, where he quickly found his calling. Now an entrepreneur and skilled web developer, he continues to make his mark in the digital landscape.

Trickbd Official Telegram

7 responses to “ইন্দোনেশিয়া বাস গেইমে বাংলাদেশী বাস যুক্ত করবেন যেভাবে”

  1. M. M. Anik Contributor says:

    Obb file need brother

  2. hasan rahi Contributor says:

    Obb file needed

  3. Sajid Blue Author says:

    Full game installation tutorial please

Leave a Reply

Switch To Desktop Version