আসসালামুয়ালাইকুম
আজকে WiNDOWS 11 এর বাইপাসড ভার্সন শেয়ার করবো। আর হ্যা এটা হলো যাস্ট বাইপাসড ভার্সন মানে তেমন কোনো কিছু বাদ বা এড করা হয় নাই।
এই বিল্ড-টি মূলত তাদের জন্য যারা TPM এর জন্য উইন্ডোজ ইন্সটল করতে পারেনা। এই বিল্ডে উইন্ডোজ ১১ এর TPM + ৪ জিবি র্যাম রিকুয়ারমেন্ট বাদ দেয়া হয়েছে; যার জন্য ম্যাক্সিমাম মানুষ উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারেনা
আর এটা আন–অফিশিয়াল হলেও শতভাগ নিরাপদ।
Overview (বিল্ডের তথ্য):
💥Original Windows 11 23H2, যা যেমন আছে তেমনি রাখা হয়েছে
💥TPM বাদ দেয়া হয়েছে; যার জন্য ম্যাক্সিমাম মানুষ উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারেনা
💥4 GB RAM Requirement বাদ দেয়া হয়েছে; যার জন্যও অনেক মানুষ উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারেনা
💥সিকিউর বুট ডিসেবল করা আছে
💥Automatic Bitlocking Drives ডিসেবল করা আছে
💥ইংলিশ বাদে অন্য সব ভাষা বাদ দেয়া হইছে
💥টেলিমেট্রি বাদ দেয়া আছে মানে প্রায় নজরধারি ডিসেবলড
💥Windows Error Reporting ডিসেবল করা আছে
💥অপ্রয়োজনীয় ইডিশন গুলো বাদ দেয়া হয়েছে (N নামক ইডিশন গুলো)
Installation (& Recommendation)
- USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করুন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)
• পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় অবশ্যই ‘Custom Installation’ সিলেক্ট করুন - ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হতে পার
- সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই
- পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)
আর হ্যা কেউ যদি উইন্ডোজের লাইট ভার্সন চান তাহলে দেয়া আছে আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন
ডাওনলোড
নোটঃ ISO ফাইলটি স্প্লিট ফাইল আকারে দেয়া আছে, পুরো ফোল্ডারটি ডাওনলোড যেভাবে ISO ফাইলটি এক্সট্রাক্ট করবেন,
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
5 thoughts on "TPM ছাড়াই উইন্ডোজ ১১ ইন্সটল করুন । ISO file to Install Official Windows 11 without TPM and RAM requirements"