কীভাবে দেখবেন কে কে
আপনার ফেসবুক প্রোফাইল
সবচেয়ে বেশি ভিজিট করেছে
(অ্যাপ ছাড়া)। আমরা অনেক সময়
কৌতুহল বশত জানতে চাই যে, কে
কে আমার প্রোফাইল ভিজিট
করলো? আবার অনেক সময় জানতে
ইচ্ছে করে “ ফেসবুকের কোন
বন্ধুটা চুপটি করে এসে কে আমার
এফবি প্রোফাইল সবচেয়ে বেশি
উলটে পালটে ঘুরে ঘুরে
দেখেছে।” সামান্য কিছু
পদ্ধতিতে দেখুন কিভাবে
মেটাবেন আপনার কৌতুহল।

১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট
এ লগিন করুন।

২) তারপর আপনার প্রোফাইল
পেজে প্রবেশ করুন।

৩) এখন কিবোর্ড থেকে Ctrl+U

প্রেস করুন একসাথে, আপনি
আপনার প্রফাইল পেজের সোর্স
কোড দেখতে পাবেন।

৪) এখন কিবোর্ড থেকে CTRL+F
প্রেস করুন। যে বক্স আসবে অর্থাৎ
একটা সার্চ বক্স আসবে সেখানে
এই লিখাটা দিন তারপর সার্চ
করুন {“list”:

৫) {“list”: এখানে অনেকগুলি আইডি
নাম্বার থাকবে কমা দিয়ে।
প্রথমে যেই আইডিটা থাকবে
সেইটা হচ্ছে যে সবচেয়ে বেশি
আপনার প্রোফাইল ভিজিট
করেছে তার আইডি।

৬) এখন চিন্তা করছেন নাম না
দেখা গেলে আইডি নাম্বার
দিয়ে কি করবেন? তো যেকোন
একটা আইদি নাম্বার কপি করেন
তারপর নতুন একটা টেব খুলে
এইভাবে দিয়ে এন্টার প্রেস করুন
দেখেন কীভাবে ঐ ব্যক্তির পুরা
প্রোফাইল চলে আসতেছে। http://
www.facebook.com/

Facebook_Profile_Idএখানে Facebook
Profile Id এর জায়গায় আপনার
কাক্ষিত আইডি টি দিবেন।

উদাহরণঃ http:// www.facebook
com/1234567 বিঃদ্রঃ যদি {“list”:
দিয়ে সার্চ দেওয়ার পর লম্বা
লিস্ট শো করে তাহলে উপরে
View থেকে wrap Long Lines এ টিক
দিবেন


দিনে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম সংক্রান্ত টিপস পড়তে নিচের লিংক এ যান >> লিংক এ যেতে এখানে ক্লিক করুন <<

7 thoughts on "১ মিনিটে দেখে নিন এ পর্যন্ত আপনার ফেসবুক প্রোফাইলে কে কে ভিজিট করেছে। ১০০ % Sure Tips"

  1. Nazmul Noyon Contributor says:
    Kothay likhbo? Ctrl+U
    1. Princezz Subscriber says:
      pc er keyboard e
  2. Nazmul Noyon Contributor says:
    Computer lagbe?
  3. Shimul Ahmed Contributor says:
    Mobile de a hoba na?
  4. halim Contributor says:
    help me
  5. mikdadkazi Contributor says:
    mobile e ctrl button nai

Leave a Reply