সবাই কেমন আছেন।আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।সবাই যেন সব সময় ভাল থাকেন এই কামনাই করি।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি.তারা সবাই জানি যে,
এন্ড্রয়েডের প্রধান সমস্যা হচ্ছে বেটারির কার্যকারিতা ভাল নয়।
প্রথম প্রথম একটু ভাল থাকলেও পরবর্তীতে তা আর থাকেনা।
এই সমস্যার সমাধান নিয়েই আমি আজকে কথা বলব।
প্রথমে আপনি নিচের আ্যপটি ডাউনলোড করে নিন।
size: 47 kb
মোবাইল ফুল চার্জ দিন তারপর (ফোন চার্জে রেখেই) আ্যপটি অপেন করুন।নিচের মত আসলে battery calibration লেখাতে ক্লিক করুন।
এখন নিচের মত succedeed লেখা যদি আসে? তাহলে কাজ হয়ে গেছে।
এখন আপনার ফোনটি ৪০ থেকে ৪৫ মিনিট চার্জে লাগিয়ে রাখুন।দেখবেন ব্যাটারি সার্ভিস পূর্বে থেকে অনেক ভাল।
সহজ ভাষায় নিজের মত করে লিখলাম,ভুল হলে ক্ষমা করবেন প্লিজ
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি।
Tune Amar.Com Tune Amar.Com
Tune Amar.Com Tune Amar.Com
Tune Amar.Com Tune Amar.Com
Tune Amar.Com Tune Amar.Com