আমরা অনেক দিন থেকেই এই সমস্যাটির সাথে পরিচিত যে,যেদিন এসএসসি রেজাল্ট ঘোষণা করা হয় ঠিক সেদিন অনেকেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনেকেই ঢুকতে পারেন না। ফলে আপনারা বিভিন্ন কম্পিউটার এর দোকান থেকে রেজাল্ট দেখে অযথাই কমপক্ষে ২০টাকা থেকে ৫০টাকা দিয়ে থাকেন।তারা কি করে???
প্রতি ওয়েবসাইটের হোস্টিং এই ভিজিটরের একটা লিমিট বা সার্ভারের কিছু ক্ষমতা থাকে।কিন্তু যেদিন রেজালট দেয় সেদিন তার থেকেও বেশি মানুষ ভিজিট করে।ফলে সার্ভার সবাইকে ঠিকমত সার্ভিস দিতে পারে না। যারা আগে থেকে ঢুকে থাকে তারা রেজাল্ট দেখতে পেলেও আমরা আর যেহেতু পরে চেষ্টা করি তাই দেখতে পারি না বা অনেক সময় নষ্ট করে দেখতে হয়।আমি লক্ষ করে দেখেছি যে বিশেষ করে কম্পিউটার ছাড়া ঐদিন ঢুকাই যায় না। যেহেতু Trickbd আছে আমাদের সাথে তাই আর টেনশন করতে হবে না। এখন এর উপায় বলে দিবো.ইনশাআল্লাহ তাই এই সমস্যা কিছুটা হলেও দূর করার জন্য আমি চেষ্টা করেছি,এবং ছোট খাটো একটা উপায় বের করেছি
14 thoughts on "Education board এর সকল ওয়েবসাইট ব্যস্ত থাকলেও আগামীকাল যেভাবে SSC পরিক্ষার রেজাল্ট দেখবেন ১০০ Working চ্যালেঞ্জ।"