এক সময়ের স্পিন নির্ভর বাংলাদেশ দল বিশেষ করে
বাহাঁতি স্পিনারের আতুর ঘর বলা হত টিম
বাংলাদেশকে। কিন্তু হত দু’বছর ধরে বাংলাদেশকে
কিনা ভুগতে হচ্ছে স্পিন সমস্যায়। তা ছাড়া যেসব
স্পিনার দলে রয়েছেন, তাদের মধ্যে একমাত্র সাকিব
ছাড়া বাকিদের ধারও আগের মতো নেই। যা ভাবিয়ে
তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এর
একটি সমাধান বিসিবি। স্পিনে উন্নতি করার লক্ষ্যেই
ক্রিকেট বিশ্বের তিন কিংবদন্তি স্পিনার

শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, পাকিস্তানের
সাকলাইন মুস্তাক ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের
সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তাদেরকে বিভিন্ন
মেয়াদে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে বোর্ড। তবে
এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। খুব
শিগগিরই নাকি এ বিষয়ে জানা যাবে
বলেছেন,বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির প্রধান
আকরাম খান। আকরাম খান আরও বলেন, ‘বাংলাদেশ
জাতীয় দলের স্পিন আক্রমণকে আরো বেশি
শক্তিশালী করার লক্ষে আমরা সাকলাইন মুস্তাক,
মুত্তিয়া মুলালিধরন ও শেন ওয়ার্নকে বিভিন্ন
মেয়াদে নিয়োগ দেয়ার কথা ভাবছি। তাদের সঙ্গে
প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত
আসেনি।’

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

Leave a Reply