সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন।

আজ এই বিষয়েই লিখছি যে,
আমরা অনেকেই বন্ধ সিমে ১১ টাকা দিয়ে ২জিবি ৩জি মেগাবাইট মেগাবাইট নিয়েছি এবং ৪৪ টাকায় নিয়েছি ৮জিবি অর্থাৎ ৮১৯৩ মেগাবাইট (আট হাজার একশত তিরাননব্বই)

এই অফারটি শুধু তারাই পাবেন যাদের সিম আজ থেকে এর আগে প্রায় ৯০ দিন অর্থাৎ ৩ মাস বন্ধ ছিল।
আপনাদের অনেকেই হয়তো পেয়েছেন, কিন্তু আবার বেশসংখ্যক মানুষেই পাননি।
যারা এখন বলছেন নিবেন নিবেন বলে।
কিন্তু সময়ের ব্যাবধানে নেওয়া হচ্ছে না, তাদের বলছি।
আপনার আগামী ১৫ মে আগে নিয়ে নিন।
কারণ এই অফারটির মেয়াদ শেষ হয়ে যাবে। তাই বলছি নিয়ে নিন।

অফারটি নিতে লেখাটা অনুসরণ করুন।


আপনার সচল সিম থেকে এই কাজগুলো করবেন।
কারণ শেষে যদি আপনি দেখেন যে আপনার সিমটি এখনো আওতাভুক্ত হয়নি,
তো আপনার আম ও যাবে আমের সাথে গাছটাও যাবে।

আপনি মানে আপনার সিমটি এই অফারের এলিজিবল কি না তা জানতে আপনি ম্যাসেজ অফশন এ গিয়ে টাইপ করুন

BHK 01760769283
[বিঃ দ্রঃ- এখানে আপনি BHK এ Capital Letter Use করবেন।
জায়গায় Space use করবেন। এবং শেষে 01760769283 আমার এই নাম্বারের জায়গায় আপনার বন্ধ সিমের নাম্বার লিখবেন।

এখন যদি আপনাকে তারা এই ম্যাসেজ দেয়

তাহলে আপনি এই অফারটির আওতাভুক্ত।

খুশিতে জ্ঞান হারিয়েন না।
আপনার সিমে ৬৫ টাকা ফ্লেক্সি নেন।
কারণ আপনার এখানে ৮জিবি মেগাবাইট নিতে ৪৪ টাকা লাগবে
এবং মেগাবাইটের মেয়াদ বাড়াতে লাগবে ১৭.৯২ পয়সা।

এবার আপনি ডায়াল করুন,

*111*90#
আপনি *111*90# ডায়াল করার পর আপনাকে এই ম্যাসেজটি দিবে।

Your request for 2GB internet has been activated.Please dial *566*10# to check volume & validity. To active 100MB to your referrer number,send SN number to 9999

এখন আপনার মেইন ব্যালেন্স থেকে ঠিক সমপরিমাণে ১১ টাকা কাটবে।
এভাবে আপনি সর্বোচ্চ ৪ বার ডায়াল করবেন,
৪৪ টাকা কাটবে।
এবং আপনার মেইন ইন্টারনেট ব্যালেন্স এ যোগ হয়ে যাবে আপনার সিমের পাওনা মেগাবাইট।

এবার মেগাবাইট দেখতে ডায়াল করুন।
*৫৬৬*১০#
এবার আপনি দেখতে পাবেন আপনার ইন্টারনেট আছে ৮১৯৩।
বিঃ দ্রঃ- এখানে দেখাচ্ছে যে আমার মেগাবাইট রয়েছে ৬৯৭২.৩১।
কারণ আমি আরো ব্যবহার করেছি তাই আমার ওখানে ৮১৯৩ মেগাবাইট নেই।

আমার প্রিয় বন্ধুরা আমরা তো মেগাবাইট কিনে নিলাম,
এখন ওটার মেয়াদ তো মাত্র ১৫ দিন।
১৫ দিনে এত মেগাবাইট পাগলের মত শেষ করতে হবে না।
আমরা এখন শিখব কিভাবে মেগাবাইটের মেয়াদ ১৫ দিন থেকে ১ মাস মানে ২৮ দিন কিভাবে করা যায়।

তাহলে চলুন শুরু করা যাকঃ-

আমাদের মেইন একাউন্ট এখন আছে ১৭ টাকা ৯২ পয়সা।

তা আমাদের এখন মেয়াদ বাড়ানোর জন্য ইন্টারনেট বন্ধ করতে হবে।
আপনার ম্যাসেজ অফশনে গিয়ে টাইপ করুন।
STOP এবং Send করুন 5000.

এখন আপনাকে তারা ম্যাসেজ দিবে এইটা।
Internet bondo hoye gache, Abar internet nite dial *121*3#

তার মানে আপনার ইন্টারনেট বন্ধ হয়েছে।

এবার আপনি আবার ডায়াল করুন,
*৫০০০*৫৫#
এখন আপনার ইজিনেট চালু হবে।
GP EasyNet babohar korar jonno dhonnobad. Free Internet babohar korte nicher link chapun : http://wap.gpstore.co/easynet

এবার আমাদের ১৭.৯২ পয়সা দিয়ে ফেসবুক Social Pack কিনতে হবে।
এর জন্য আমাদের এটা ডায়াল করতে হবে।
1. *5000#
2. Press 8
3. Press 1
4. Press 4

এখন আপনাকে ম্যাসেজ দিবে।
আপনার ফেসবুকের মেগাবাইট পাবেন ৩০০ এবং আমরা যে আগে ৮১৯৩ মেগাবাইট নিলাম সেটার মেয়াদ ১৫ দিন থেকে ২৮ দিন মেয়াদ বেড়ে গিয়েছে দেখুন।

আমাদের মেগাবাইট এবং মেগাবাইটের মেয়াদ বাড়িয়ে নিলাম।

এখন ইচ্ছামত ডাওনলোড দিন।
এপ্স, ভিডিও, অডিও গান, নানা ফান ভিডিও।
এবং আমার একটা শেষ অনুরোদ আপনারা কেউ খারাপ সাইটে প্রবেশ করবেন না।

অনেক কষ্ট করে লিখেছি,
একটা ধন্যবাদ দিবেন 🙂 😛
আমি যতদূর চেষ্টা করেছি আপনাদের মাঝে সহজে বুঝানোর জন্য।

আমাকে ফেসবুকে পেতে ম্যাসেজ করুন নিহাল রায়
যদি আইডি না পান তো আমারে ইমেইল করতে পারেন

[email protected]

অথবা আমার নাম্বার 01760769283 আপনাদের সেবায় ২৪ ঘন্টা খোলা আছে।

ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

13 thoughts on "গ্রামিণফোন গ্রাহকরা দেখুন, বন্ধ সিমের অফার ১৫ মে বন্ধ হয়ে যাবে। এর আগেই আপনার পাওনা নিয়ে নিন। obviously দেখবেন।"

  1. Rihan Author Post Creator says:
    বন্ধুরা সাইটে ২ টা ছবি সাপোর্ট ক্করেনি। খুব বড় সাইজের এজন্য।
  2. msshohug Author says:
    880100000000 is eligible for 2GB 3G internet at Tk 11 offer by dialing *111*90# with 15 days validity & send SN to 9999
    আ‌মি কি পাব?
    আবার???
  3. Rihan Author Post Creator says:
    ভাই ৪ বার নেওয়া হলে গেলে আর নিতে পারবেন না।
  4. Rihan Author Post Creator says:
    ok
  5. Raju11 Contributor says:
    থ্যাংকস ব্রাদার
  6. Rihan Author Post Creator says:
    ওয়েলকাম।
  7. Rihan Author Post Creator says:
    থ্যাঙ্কস
  8. Rihan Author Post Creator says:
    welcome…
  9. AH Fahim40 Contributor says:
    প্রায় ৪ মাস থেকে ২০ টি পোস্ট এখন পর্যন্ত করলাম কিন্তু একটিও এপ্রুভ ট্রিকবিডির এডমিন রানা ভাই কি আমার পোস্ট চোখে দেখেন না,পারলে একবার টিউনার করে দেখেন আমি মানসম্মত সব পোস্ট দিব ইনশাল্লাহ তাই প্লিজ টিউনার করেন।
    1. Raju Author Post Creator says:
      -o

Leave a Reply