আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন
আছেন, আশা করি খুব ভাল আছেন এবং
আগামি তে যেন সব সময় ভালো
থাকেন এই কামনা রইলো।
টাইটেল দেখে বুঝে গেছেন যে আজ
আমি কিরকম এপস আপনাদের জন্য নিয়ে
আসলাম মাত্র 800 kb এপসটির সাইজ।
দেখে নিন এর সুবিধাগুলো:-
*আপনি আপনার ফোনের সামন ও পেছন
দুটো কেমেরাই ব্যবহার করতেপারবেন।
*আপনার স্কিন অফ থাকলেও ভিডিও
চালু থাকবে।
*আপনি ইচ্ছে করলে ভিডিওহওয়ার সময়
status bar এ Video Recoding এর চিহ্ন
রাখতে পারেন আবার নাও রাখতে
পারেন।
*ভিডিও parth মানে Recoding ভিডিও
কোন ফোল্ডারে থাকবে তা Change
করতে পারবেন।
*ভিডিও কোয়ালিটি change করতে
পারবেন।
4.এখন আপনি আপনার Menu তে যান।
5.HVC Setting থেকে সেটিংস করে
নিন।
6.প্রথমেই বলেছিলাম, আপনি ইচ্ছা
করলেই ফন্ট ক্যামেরা এবং ব্যাক
ক্যামেরা Change করতে
পারবেন,ভিডিও কোয়ালিটি Change
করতে পারবেন, ভিডিও parth ও Change
করতে পারবেন, Hide Notification Bar
থেকে Notification হাইড করতে পারবেন।
এবার এগুলো ঠিক করে নিন HVC setting
থেকে।
7.Recoding Quality থেকে ভিডিও Quality
change করতে পারেন
8.কত ডিগ্রি থেকে ভিডিও করবেন
সেটাও ঠিক করতে পারেন।
9.Status Bar এ Recoding হচ্ছে এটা দেখতে
পারবেন। (যদি সেটিংস এ Hide
Notification Bar টিক দেয়া না থাকে।)
10.Recoding Duration থেকে কত মিনিট পর
রেকডিং শেষ হবে সেটা ঠিক করে
নিন
এবার প্রশ্ন করতে পারেন, ভিডিও করব
11.এবার আপনার Phone এর Menu তে
ক্লিক করেন। দেখেন HVC Setting এবং
HVC দুটো apps দেখতে পাবেন।
12.HVC তে ক্লিক করুন দেখুন HVC Started
লেখা আসবে এবং Recoding শুরু হবে।
13.Recoding হলে Recoding list এদেখেন
এবং HVC ফোল্ডারে(Dafult Folder)
রেকডিং জমা আছে।
নিচ থেকে এপসটি ডাউনলোড করুন →→→→→
ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই
আবার দেখা হবে নতুন কোন টিপস বা
অ্যাপস নিয়ে সে পর্যন্ত ভাল
থাকবেন। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
Download দিলে তুর মা & বইনের xex video আসে…এখন app ta কিবাবে download করবো…
kuttar baccha download e xxxx ashe keno
hmmm
কপাল ভাল আমি মডারেটর না। হইলে খবর আছিল