বর্তমান সময়ে বহুল ব্যবহৃত লেপটপ এর প্রতিটি ল্যাপটপের চার্জিং কর্ডে একটি সিলিন্ডার দেখা যায়।
কখনো কি চিন্তা করেছেন কেন এই সিলিন্ডারটি কেনথাকে? কোনো কারণ ছাড়া যে এই সিলিন্ডার দেয়া হয় এমনটা ভাবার অবকাশ নেই। এই সিলিন্ডারের একটি নামও আছে বটে। একে বলা হয় ফেরিট বিড।ফেরিটবিড আপনার ল্যাপটপটিকে নির্বিঘ্নে চলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ল্যাপটপের নড়াচড়া করা যন্ত্রাংশগুলো যেমন: হার্ডড্রাইভ, মাদারবোর্ড, ভিডিও কার্ড এবং অন্যান্য কম্পন সৃষ্টিকারী যন্ত্রাংশগুলো রেডিও ফ্রিকোয়েন্সিও উৎপন্ন করে।এ অবস্থায় ল্যাপটপকে এসব কম্পন ও ক্ষতিকর রেডিও ফ্রিকোয়েন্সি থেকে রক্ষা করতেই এই সিলিন্ডার ব্যবহৃত হয়।
এটি ল্যাপটপের অ্যান্টেনা হিসেবেও কাজ করে। ওয়াই-ফাই ব্যবহার করার সময় যখন ল্যাপটপ অনবরত সিগন্যাল গ্রহণ করে তখনও এই ডিভাইসটি সহযোগিতা করে।
এটি অনেকটা এমন, যে কোন প্রিয় গান একসাথে সাতটি সুরে শোনার মতো।এই সিলিন্ডারটির ভেতরে চুম্বক রয়েছে।
আইরন অক্সাইড দিয়ে এই সিলিন্ডারটির বডি বানানো হয়েছে। তাই ফেরি বিড হলো সাশ্রয়ী একটা ডিভাইস যা ল্যাপটপকে অন্যান্য যন্ত্রাংশ থেকে ক্ষতির সম্ভাবনাকে রোধকরে দেয়।
মোবাইল বা ট্যাবলেটে এ ধরনের কোনো যন্ত্রাংশ থাকে না বলেই এসব ডিভাইসের চার্জার ক্যাবলে এ ধরনের সিলিন্ডার থাকে না।
আজ এপর্যন্ত ই আবার নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই আমাদের সাইটের সাথেই থাকুন।
.
.
।।।। আল্লাহাফেজ ।।।।
______________________________^___________^^_________^______
ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

7 thoughts on "প্রতিটি ল্যাপটপের চার্জিং কর্ডে একটি সিলিন্ডার দেখা যায়; এটি কেন থাকে আপনি জানেন কি?"

  1. Md Robin Author Post Creator says:
    এটা য়ারা য়ানে না তাদের জন্য এই পোষট টি কোরছি ভাই
  2. tanzid211 Author says:
    এডমিন ভাই আমার Pending পোস্ট গুলা দেখে আমাকে Tuner হওয়ার সুযোগ দেন।
  3. Md Nayeb Ali Contributor says:
    ভাইয়া এই পোস্টি আগেও করা হয়েছে
    নতুন কিছু পোস্ট করেন।
  4. Md Nayeb Ali Contributor says:
    “নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে।তাদের কাছেই সার্টিফিকেট নাও।নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ হওয়া কঠিন কিছু না।”
  5. Jubayer Ahmed Contributor says:
    আমার ফোনের চার্যার এ ফেরিট বিড আছে।
    এটা কেন দিছে??

Leave a Reply