হলদেটে দাঁত একটু বিব্রতকরই বটে।
কিন্তু আমরা প্রতিদিন যেসকল খাবার
খাই তার মাধ্যমে দাঁতে দাগ ও
হলদেটে ভাব আসা খুবই স্বাভাবিক।
কিন্তু এই হলদেটে দাঁত নিয়ে তো সব
জায়গায় যাওয়া সম্ভব নয়। দুশ্চিন্তা
করার প্রয়োজন নেই মোটেই। এই সমস্যা
থেকে আপনাকে রক্ষা করবে ফেলনা
কলার খোসা। অবাক হচ্ছেন? অবাক
হলেও সত্যি। চলুন তাহলে জেনে নিই
কীভাবে।
কলা খেয়ে সাধারণত আমরা খোসা
ফেলেই দিয়ে থাকি। কিন্তু আজ
থেকে ফেলে দেবেন না। এই কলার
খোসাই আপনার হলদেটে দাঁতে নতুন
চমক নিয়ে আসতে পারে নিমেষেই।
তবে কলা এমনভাবে বেছে দিন
যেনো
খুব পাকা না থাকে আবার কাঁচাও

না
হয়। একটু সবুজাভাব কলার খোসা এই
কাজটির জন্য পারফেক্ট।
প্রথমেই কলা খেয়ে কলার খোসার
কিছুটা অংশ চারকোণা করে কেটে
নিন এবং বাকি অংশ ফ্রিজে
সংরক্ষণ
করতে পারেন। এবার কলার খোসা
দিয়ে দাঁতের উপরের পাটি ১
মিনিট
এবং নিচের পাটি ১ মিনিট মোট ২
মিনিট ভালো করে ঘষে নিন। এরপর
কুলি করে নিয়ে নিজের টুথপেস্ট
দিয়ে দাঁত ব্রাশ করে নিন। এবার
দেখুন
ম্যাজিক। আগের থেকে অনেক বেশি
সাদা দেখাবে দাঁত।
ভাবছেন কেন হয় এই কাজটি? মূলত
কলার
খোসায় থাকা পটাশিয়াম,
ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম দাঁত
সাদা করতে সহায়তা করে। নিয়মিত
ব্যবহারে ভালো ফলাফল পাবেন।
যাদের দাঁত অনেক বেশি হলুদ তাদের
একটু বেশি সময় লাগতে পারে। তবে
এই
পদ্ধতি নিয়মিত ব্যবহার করবেন না।
এতে দাঁতের ক্ষতি হতে পারে।
বিশেষ কিছু সময়ে ব্যবহার করুন।
আরো নতুন কিছু পেতে bdtricker.com এ
থাকুন আর একাউন্ট নাথাকলে একটা
একাউন্ট খুলুন তাহলে অনেক সুবিধা
পাবেন ধন্যবাদ
সময় থাকলে আমার সাইটে একটু যাবেন

Leave a Reply