কোহলি+ডি ভিলিয়ার্স = ডেভিড ওয়ার্নার।
আনন্দবাজার পত্রিকার হিসাবটা আপাতত
এমনই। কারণ আইপিএল ফাইনাল রোববার।
ফাইনালে মুখোমুখি রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স
হায়দরাবাদ। এই হিসাবটাতে বোলিং নয়,
ব্যাটিংকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আর
সেই সমীকরণেই বিরাট কোহলি ও এবি
ডি ভিলিয়ার্সের সমান ধরা হয়েছে
ওয়ার্নারকে।
আনন্দবাজারের পর্যবেক্ষণটা এ রকম-
ওয়ার্নার যদি হায়দরাবাদের শক্তি হয়, তা
হলে হায়দরাবাদ অধিনায়ক টিমটার দুর্বলতাও।
দেখছি যে, ওয়ার্নার থেকে গেলে
হায়দরাবাদ ম্যাচ নিয়ে চলে যাবে। না
থাকলে, পারবে না। কোহলিদের তাই
ফাইনালে ওকে সবার আগে
ড্রেসিংরুমে ফেরত পাঠাতে হবে।
পর্যবেক্ষণে আরো বলা হয়,
আরসিবির ব্যাটিং অনেক ভালো। কোহলি-
ডি ভিলিয়ার্স যে ফর্মে আছে, যে
কোনো বোলিং ধ্বংস করে দেবে।
যতই হায়দরাবাদের একজন ভুবনেশ্বর
কুমার থাক। যতই একজন ট্রেন্ট বোল্ট
বা মুস্তাফিজুর রহমান ফাইনালে খেলুক।
ওয়ার্নারের ফর্ম দেখেও এটা বলব
যে, আরসিবি এগিয়ে। শুধু ওই একটা কাঁটা
সরাতে হবে। ডেভিড ওয়ার্নার থেকে
গেলে কিন্তু কোহলি-এবির চেয়ে
তাদের মন্তব্য, ডেভিড ওয়ার্নার—
রোববার এই একটা নাম নিয়েই শুধু
ভাবতে হবে আরসিবিকে।
valo koira copy/past kor.vobitshote kaje debo.