অভিষেক আইপিএলেই চমক দেখিয়ে
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এবারের আসরে তার খেলা নিয়ে
একটু অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত
বিসিবি থেকে ছাড়পত্র নিয়েই
আইপিএলে মিশনে যোগ দেন
মুস্তাফিজুর রহমান। সেখানে
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে
অসাধারণ বোলিং পারফর্মেন্স করে
জিতে নিয়েছেন ‘সেরা উদীয়মান
খেলোয়াড়’ পুরস্কার।
রোববার ফাইনালে রয়্যাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে
হারিয়ে নবম আইপিএলের শিরোপা
জিতে হায়দ্রাবাদ, এক কথায় বলা
চলে

নিজের প্রথম আইপিএলেই বাজিমাত
করেছেন মুস্তাফিজ। তার বোলিংও
ছিল চমৎকার। ১৬ ম্যাচে নিয়েছেন ১৭
উইকেট। তার ইকনোমি রেট ছিল ৬.৯০।
অপরদিকে তার আরেক সতীর্থ
ভুবেনেশ্বার কুমার হয়েছেন
টুর্নামেন্টের সেরা বোলার। তিনি
উইকেট স্বীকার করেছেন ২৩টি উইকেট।
তাছাড়া, বাদ্রি স্রান, আশিস
নেহরা, বেন কাটিংয়ের মতন
বোলাররাও এই ডিপার্টমেন্টকে বেশ
শক্তিশালী করে তুলেছিল। আর
তাইতো ম্যাচ শেষে জয়ী অধিনায়ক
ডেভিড ওয়ার্নার জানালেন,
বোলিংয়েই এগিয়ে ছিল তার দল। আর
ফাইনালে মুস্তাফিজ আছে বলে
পাইনি।
তিনি আরও বলেন, “আমি জানতাম
আজকে আমাদের ২০০ রান করতেই হবে,
কেননা বিরাট কোহলি ম্যাচ
জেতানোর জন্য একাই যথেষ্ট। সে এই
টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং
করেছে যা আমাদের সবার জন্য একটি
স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে।
কিন্তু এমন পিচে এত রান করেও জয়ের
আশা করা যায়না যদি না আমরা
ভালো বোলিং করি। শুরুটা খারাপ
হলেও, শেষে কিন্তু আমরা ম্যাচে
ভালোভাবেই ফিরে এসেছিলাম।
আগেও বলেছি এখনও বলব, ডেথ ওভারে
আমাদের হাতিয়ার আছে।

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

2 thoughts on "ফাইনাল ম্যাচ শেষে মুজতাফিজকে নিয়ে কি বললেন ওয়ার্নার? যার জন্য মুখ উচু হয়ে গেলো বাংলাদেশের"

  1. siamj Contributor says:
    রানা ভাই ও নাছির ভাই দয়া করে আমার পোষ্ট গুলো পড়েন। যদি পোষ্ট গুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে দয়া করে টিউনার বানান।

Leave a Reply