পোস্ট টি আগে কেউ লিখে থাকলে ক্ষমা চাইছি।
আজকাল পান থেকে চুন খসলেও মানুষ
ফেসবুকে স্ট্যাটাস দেয়। কিন্তু বিশ্বাস করেন
আর নাই করেন, এমন কিছু কথা আছে যেগুলো
আপনি চাইলেও শেয়ার দিতে পারবেন না।
ভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি :
— অফিসে ঘুষ খাবেন। এমন স্ট্যাটাস আপনি
কখনোই দিতে পারবেন না। দিলে খবর আছে।
— পরীক্ষায় ফেল করবেন। এটা আপনি
লিখতেই
পারবেন না। লিখলে আপনার গার্ডিয়ান কর্তৃক
উত্তম-মধ্যম খাওয়ার আশঙ্কা ১০০ পার্সেন্ট।
— একাধিক প্রেম করছেন। আপনি কখনোই এটা
বলতে পারবেন না। যদি বলেন, তবে সবকয়টা
প্রেমিক/প্রেমিকা এসে আপনার সঙ্গে
রিলেশন ব্রেকআপ তো করবেই, পাশাপাশি
আপনাকে ম্যারাথন দৌড়ও করিয়ে ছাড়বে।
— চুরি, ডাকাতি, ছিনতাই করতে যাচ্ছেন। এসবের
একটাও আপনি ফেসবুকে লিখতে পারবেন না।
লিখলে ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ হাজির
হয়ে আপনার খাতির-যত্ন নেওয়া শুরু করবে!
— অফিস ফাঁকি দেবেন। এমন স্ট্যাটাস আপনি
চাইলেও দিতে পারবেন না। কারণ অফিসের বস
বা
আপনার কলিগরা এমন স্ট্যাটাস দেখে ফেললে
আপনার চাকরি হুমকির মুখে পড়বে!
— ভুয়া সার্টিফিকেট লাভ করেছেন। এমন কথা
লিখে স্ট্যাটাস দিছেন তো মরছেন। কোথাও
আর কোনো পাত্তা পাবেন না আপনি।
— পাসওয়ার্ড শেয়ার করলাম। এমন স্ট্যাটাস
আপনি
ভুলেও শেয়ার করতে পারবেন না। কারণ,
পাসওয়ার্ড শেয়ার করলে আপনার আইডি আর
আপনার নিজের থাকবে না
ভাই নিত্য নতুন টিপস,যেকোনো ধরনের সাহায্য
এবং যেকোনো পরীক্ষার ১০০% কমন
সাজেশান পেতে আমাদের শিক্ষামুলক সাইট থেকে একবার ঘুরে আসুন
mTipsBD.Com

6 thoughts on "যেসব স্ট্যাটাস আপনি ফেসবুকে দিতে পারবেন না"

  1. Avatar photo Raju Author says:
    এগুলো কিছু হল?
  2. Avatar photo PrInCe OnToR Author says:
    জতসব আবাক author.
  3. Avatar photo Tonmoy saha Tono Contributor says:
    বালের পোস্ট ..হালা মদন
  4. Avatar photo Gazi Subscriber says:
    গালি দিলাম
  5. Avatar photo Suhanur Rahman Contributor says:
    হাহা, এই যুগে যদি আপডেট কিছু না দেন তবে কি হয়?

    তবে আপডেট কিছু ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমি লিখেছি নতুন একটি টিউটোরিয়াল।
    প্লিজ একবার দেখে আসুন। আশা করি ভাল লাগবে –
    সম্পুর্ন লেখা – ফেসবুক স্ট্যাটাস লিখো আকর্ষণীয়ভাবে। নিজেকে বানাও প্রফেশনাল

Leave a Reply