ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, রোযা
অবস্থায় কুলি করার সময় অথবা নাকে
পানি দেওয়ার সময় যদি পানি
ভেতরে প্রবেশ করে এবং তা গলায়
চলে যায় তবে সে ঐ দিনের রোযা পূর্ণ
করবে এবং পরে তা কাযা করে নিবে।
[কিতাবুল আসার, হাদীস : ২৮৭]
রোযার কথা স্মরণ থাকা অবস্থায় অযু-
গোসলের সময় অনিচ্ছাকৃতও যদি গলার
ভিতর পানি চলে যায় তবে রোযা
ভেঙ্গে যায়। তাই নাকের ভিতর

পানি প্রবেশ করার পর যদি তা গলায়
চলে যায় তাহলে রোযা ভেঙ্গে
যাবে এবং তা কাযা করতে হবে।
তবে এক্ষেত্রে কাফফারা লাগবে
না।
ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, রোযা
অবস্থায় কুলি করার সময় অথবা নাকে
পানি দেওয়ার সময় যদি পানি
ভেতরে প্রবেশ করে এবং তা গলায়
চলে যায় তবে সে ঐ দিনের রোযা পূর্ণ
করবে এবং পরে তা কাযা করে নিবে।
[কিতাবুল আসার, হাদীস : ২৮৭]
আর যদি শুধু নাকে পানি প্রবেশ করে,
গলায় না পৌঁছে তবে রোযা
ভাঙ্গবে না। [কিতাবুল আসল ২/১৫০,
খুলাসাতুল ফাতাওয়া ১৮২৫৩; মাবসূত
সারাখসী ৩/৬৬]

ভাইয়া গরীবের ছোট্ট সাইটে এ ভিজিট করার আমন্ত্রণ রইলো।
দয়াকরে আসবেন PostMaza.CoM

One thought on "গোসলের সময় অনিচ্ছাকৃতভাবে নাকে পানি গেলে কি রোজা ভেঙ্গে যাবে?"

  1. MD Babu Contributor says:
    আমার পোস্টগুলা plz plz privew
    করে সেয়ার করান plz আমার পোস্টগুলা কোনো খারাপ পোস্ট না ভাইয়ারা

Leave a Reply