আপনার হাতের প্রিয় ডিভাইসটি আসল না নকল এই নিয়ে চিন্তার শেষ নেই! চিন্তার কারণও আছে বটে।

যে হারে ডিভাইস ক্লোন হচ্ছে তাতে চিন্তা থাকাটাই স্বাভাবিক। চিন্তা না করে “AnTuTu Officer” অ্যাপটি ব্যাবহার করে অনায়াসে দেখে নিতে পারেন ডিভাইসের অবস্থা।

তবে “AnTuTu Officer” অ্যাপটি ব্যাবহার করে ডিভাইসটি পরীক্ষা করতে একটি সমস্যা আছে। আর তা হল এই পরীক্ষাটি করতে আপনার দুটি ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে। প্রথম ডিভাইসটি এন্ড্রয়েড (যে ডিভাইসটি পরীক্ষিত হবে) এবং দ্বিতীয় ডিভাইসটি এন্ড্রয়েড বা উইন্ডোজ যে কোনটি হতে পারে।

পদ্ধতিঃ

১। প্রথম ডিভাইসে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

২। দ্বিতীয় ডিভাইস থেকে y.antutu.com লিংকে প্রবেশ করে প্রথম ডিভাইসে ইন্সটল-কৃত অ্যাপটি রান করুন

৩। দ্বিতীয় ডিভাইস এ প্রদর্শিত “QR code” টি প্রথম ডিভাইস দিয়ে স্ক্যান করলেই ডিভাইসের অবস্থা দেখাবে।

অ্যাপটি মূলত নিরাপত্তা প্যারামিটার এর আদর্শ মানের উপর ভিত্তি করে একটি টেস্ট মেশিন হিসেবে কাজ করে। অ্যাপটি দিয়ে নির্ধারণ করা হবে ডিভাইসের হার্ডওয়্যার প্যারামিটার পরিবর্তন করা হয়েছে কিনা। যদি আপনার ডিভাইসটি AnTuTu অ্যাপ ইন্সটল বা QR code স্ক্যান এ ব্যর্থ হয় তাহলে ডিভাইসটি আসল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

download link

7 thoughts on "খুব সহজেই জেনে নিন আপনার ব্যবহৃত মোবাইল সেটটি আসল নাকি নকল"

  1. Reja BD Author says:
    Apnar ager tune a bollam id Link dite dilenna,

    Apni fack na reall ?
    Id Link ta din

    1. Adib Ahsan Contributor says:
      kan vai propose korben naki;-)
    2. Adib Ahsan Contributor says:
      Facebook a Maya Khan Trickbd te Samia Akter কেউ আমারে মাইরালা।
  2. Reja BD Author says:
    Na fack Hole Editor baike bole tuner pod batil korbo,

    Ar reall Hole jiggesh korbo
    Meye hoye oi Gula Sikhlo kibabe?

    1. Adib Ahsan Contributor says:
      2ta posti wowbox theke copy kora.Pic 2 tao.
      Bisshas na hole wowbox a giye dekhun.Report Maren.Ami pacchI na.
    2. samia akter Author Post Creator says:
      prove dekhao

Leave a Reply