জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
পাবেন। 😀 😀 😀
∆ ফেইসবুকের ডেস্কটপ সংস্করণ ও
অ্যাপ প্লাটফর্মে এই পরিবর্তন আনা হবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা যেন ফেইসবুক না
খুলেই বিভিন্ন কনটেন্ট শেয়ার ও সেভ করতে পারেন সে ব্যবস্থাও করা হচ্ছে। 😀
∆ ফেইসবুকের বর্তমান লাইক বাটনে ফেইসবুকের প্রথম অক্ষর `f’রয়েছে।
তারপর ইংরেজিতে লেখা আছে ‘লাইক’। এরপর মোট লাইকের সংখ্যা। নতুন বাটন থেকে তুলে দেয়া হচ্ছে ‘f’ চিহ্ন।
∆ এর পরিবর্তে সেখানে লাইকের আইকনটি দেয়া হয়েছে। তারপর লাইকের সংখ্যা। একইভাবে শেয়ার ও ফলো বাটনে যুক্ত করা হয়েছে ‘f’ আইকন। যা আগে ফাঁকা ছিল।
∆ ফেইসবুকের দাবি, নতুন বাটনগুলোফেইসবুকের মোবাইল ও ডেস্কটপ দুই সংস্করণের উপযোগী করেই বানানো হয়েছে। আগের আইকনগুলো তৈরির সময় ডেস্কটপের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল।
∆ তবে, বাটনে পরিবর্তন আনতে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চায় ফেইসবুক। এক্ষেত্রে ব্যবহারকারীরা এসব বাটনকে কীভাবে গ্রহণ করে সে বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। 😀
Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.
a lekha dekhay ami ki kore amar id ferot pete pari plz help me