কেমন আছেন সবাইআশা করি ভালই আছেন। আজ আমি একটা
দারুন বিষয় নিয়ে কথা বলিব। যাক কথা না বাড়িয়ে কাজ
শুরু করা যাক। অনেকে জানেন যে, ফিশিং সাইট সাধারনত
ওয়েবসাইট বা ফেসবুক বা যেকোন একাউন্ট হ্যাক করা
যায়। আসলে তাই, ফিশিং সাইট শুধুমাত্র মানুষ কে বোকা
বানিয়ে তার সাইট বা পার্সোনাল একাউন্ট হ্যাক করা
যায়। কিন্তু কিভাবে? আগে বলে রাখি আমি শুধু ওয়াপকা
দিয়া বুজাচ্ছি। যখন
একটা ফিশিং সাইট খুলা হয় এটি মুলত কোনো সাইটের মত
করেছেন আপনি কি আপনার DOWNLOAD বা FORUM
সাইটে কখনো কি “”MAIL FORM” এর কাজ করেছেন??
করেন নি। কারন এই কাজটা শুধুমাত্র ফিশিং সাইটের
কাজে লাগে। ★কিভাবে কাজ করে★ মনে করেন আপনার
ফিশিং সাইট হল ফেসবুক ফিশিং সাইট।
মনে করেন Trickbd.wapka.mobi (উদাহরন)
হল আপনার ওয়াপকা সাইট। এখন এটা দেখতে পুরুপুরি
ফেসবুকের মত থাকিবে। ফলে কোনো আবুল যদি তার ফেসবুক
একাউন্ট দিয়ে এখানে লগিন করে তাহলে অই নাম্বার ও
পাসওয়ার্ড আপনার ইমেইলে চলে যাবে যেটা দিয়ে আপনি
ওয়েপকা একাউন্ট খুলেছেন। যাক অনেক কিছু লিখলাম। যদি
কোনো ভুল বলে থাকি ক্ষমা করিবেন। আজকের মত বিদায়।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com
4 thoughts on "আসুন জেনে আসি ফিশিং সাইট কি এবং এটি কিভাবে কাজ করে।"