সহজেই জেনে নিন সম্পর্ক টিঁকিয়ে
রাখার কিছু সাধরণ নিয়ম…..
১. ছোট ছোট কথায় ব্রেক-আপের হুমকি
দেবেন না৷ প্রথম প্রথম আপনার
পার্টনারকে ব্যাপারটা ভাবালেও
পরে একঘেয়ে লাগবে৷ আপনাকেই
উলটে মুক্তি দেওয়ার কথা ভাবতে
পারেন তিনি৷
২. নিজের প্রাক্তন বা তার কোনও বন্ধুর
সঙ্গে যোগাযোগ রাখবেন না৷
বিচ্ছেদের প্রভাব আপনার এক্সের ওপর
কেমনভাবে পড়েছে তা তো জানেন
ব্যাপারটা কিন্ত্ত বেশিরভাগ সময়
সমস্যা বাড়ায়৷
৩. সম্পর্কে বিশ্বাসঘাতকতা একদম নয়৷
স্বচ্ছ থাকুন৷ তাতে আপনি কনফিডেন্স
পাবেন রিলেশনে৷ আপনার সঙ্গীও
নির্ভর করতে পারবেন আপনার উপর৷
৪. মনে সন্দেহ নিয়ে একসঙ্গে ঘর করা
যায় না৷ আর সেটা উচিতও নয়৷ তাই
অহেতুক সন্দেহ করবেন না নিজের
পার্টনারকে৷ বরং কথা বলে
ব্যাপারটা পরিষ্কার করে নিন৷ মন
হালকা হয়ে যাবে৷
৫. সম্পর্কে খুব ঝামেলা হচ্ছে৷ বন্ধুদের
সব কথা খোলাখুলি বলি… এমনটা
ভাবলে কিন্ত্ত খুব ভুল করছেন৷ নিজের
লাভ লাইফ আর ফ্রেন্ড সার্কেল
বন্ধুরা সাহায্য করে সব ঠিক করে
দিলো, এমনটা সিনেমার পর্দায়
কিংবা রিয়্যালিটি শো-তেই ঘটে৷
ফেসবুক ফটো ভেরিফাই ঠিক করতে, ফেসবুক বোট লাইক কমেন্ট শিখতে, যেকোন ফেসবুক পেজ বা আইডি হ্যাক করা শিখতে , যেকোন প্রকার ওয়েবসাইট বানাতে কল
01725975667
3 thoughts on "ব্রেক- আপ সামলানোর উপায়"