আসসালামু আলাইকুম!
আজকের পর্বে আলোচনা করবো অনলাইনে লেনদেন এর ক্ষেত্রে বিভিন্ন scam থেকে বেচে থাকার কিছু কৌশল নিয়ে।
আমরা অনেকেই বিভিন্ন platform এ লেনদেন করি।
এবং নতুন হওয়ার কারনে বিভিন্ন scam এর শিকার হই।
তাহলে শুরু করা যাক।
P2P scams!
১) p2p usdt buy sell এর ক্ষেত্রে এমন merchant কে select করুন যার অনেকবার লেনদেন এর অভিজ্ঞতা আছে।
এবং rating অনেক high!
২) অনেক সময় তারা fake sms পাঠায়।
এজন্য নিজের bkash/nagad app এ balance check করে এরপর usdt release করুন।
যদি টাকা দেয়ার পরও usdt না দেয় তাহলে screenshots সহ appeal করুন।
তাহলে exchange seller এর একাউন্ট থেকে কেটে আপনাকে দিয়ে দিবে।
ওয়ালেট নিরাপদ রাখার উপায়।
ওয়ালেট এর মুলত দুইটা key থাকে একটা public key
আরেকটা হলো private key
Public key যেটা চল্লিশ অক্ষরের থাকে সেটাকে মনে করতে পারেন বিকাশ এর নাম্বার এর মতো।
যেটা সবাইকে দেয়া যায়
তবে private key যেটা থাকে 12 word অথবা 24 word এর সেটা হলো বিকাশ এর পিন এর মতো যেটা কাউকে দেয়া যায় না।
৩।অবশ্যই আপনার এই secret phrase বা 12 word এর key টা বাস্তবে ডায়রিতে লেখে রাখবেন।
টোকেন ও nft কেনা-বেচার করার সময় সতর্কতা।
অনলাইনে আমরা বিভিন্ন YouTube video,message,tg channel,twitter বা বন্ধু-বান্ধব থেকে বিভিন্ন coin-nft এর signal পাই।
তবে এগুলো কেনার আগে কিছু সতর্কতামুলক পদক্ষেপ বা research করা জরুরী।
প্রতিদিন হাজারো নতুন fancy নাম দিয়ে token launch হচ্ছে।
বিভিন্ন nft ও তৈরী হচ্ছে।
এগুলো মুলত বেশিরভাগই 90% trash!
এবং আপনি যদি ঠিকঠাক ব্যবস্থা না নেন তাহলে আপনাকে rug/scam করে তারা exit করবে।
৪।এসব token check করার জন্য একটা ভালো tools হলো tokensniffer!
এটায় মোটামুটি বিভিন্ন token কে আপনি contract address paste করে check করতে পারবেন সেটার status
Nft scam এর ক্ষেত্রে সতর্কতা
nft scam থেকে বাচার জন্য সবচেয়ে উপায় হলো contract check করে নেয়া।
৫) অনেকসময় যাদের বড় wallet থাকে এবং যারা নিয়মিত wallet ব্যবহার করে airdrop করে।
তাদের scammer রা বিভিন্ন ভুয়া nft পাঠায়।
বড় giveaway এর লোভ দেখিয়ে
বিভিন্ন ভুয়া nft পাঠায়
সেসবে click করবেন না।
airdrop claim এ সতর্কতা
এরকম ক্ষেত্রে ভুলেও এসব nft তে দেয়া লিংক এ প্রবেশ করবেন না।
৬) অনেকে নিজের nft বিভিন্ন Marketplace এ লিস্ট করে এরপর সেটাকে বিভিন্ন অনলাইনে promote করে তাদে কাছে উচ্চ দামে বিক্রি করে।
এরপর ব্লক করে দেয়
এজন্য এসব scam থেকে বাচার জন্য nft না কেনা উত্তম
Wallet copy trading।
অনেকে বিভিন্ন crypto celebrity দের wallet বিভিন্ন telegram bot দিয়ে copy দিয়ে রাখেন
এতে তারা যা কিনে তাই auto buy হবে।
৭) এই সুযোগকে কাজি লাগিয়ে বিভিন্ন scammer রা ভুয়া token/nft বানিয়ে সেসব ঐ famous wallet এ পাঠায়
আর সাথে সাথে হাজার হাজার copier auto buy হয়ে যায়
আর এতে তারা exit liquidity পেয়ে যায়
এজন্য আপনার উচিত হবে এসব wallet follow না করা
smart contract থেকে নিরাপত্তা
আমাদের নিয়মিত বিভিন্ন কাজে wallet দিয়ে smart contract এর সাথে interact করা লাগে।
৮)metamask এ একটা option আছে নাম limit smart contract spending এটা দিয়ে দিলে।
আপনার যতটুকু বেশি এর চেয়ে বেশি কাটতে পারবে না আপনার ওয়ালেট থেকে
আরেকটা জিনিস হলো
এটা খুব কাজের একটা tools
এটা আপনাকে দেখায় আপনার wallet কোথায় কোথায় connected আছে।
এবং সেটা থেকে disconnect এর সুবিধা দেয়
giveaways scam
বিভিন্ন সময় বিভিন্ন airdrop দেয়ার নাম করে আপনার ওয়ালেট এ ভুয়া token পাঠাবে
বলবে যদি এটা convert করতে চাইলে এই website এ গিয়ে করো এরপর দেখবেন।
আপনার ওয়ালেট এর phrase/key চাইবে৷
বা access দিতে বলবে
telegram admin scam
অনেক coin/token এর group এ ভুয়া admin নামধারী account থাকবে যারা scam এর জন্য আপনাকে message দিবে
এরা message দিলে block দিয়ে দিবেন
মুল admin আপনাকে আগে থেকে message দেয় না
twitter এ অনেক ভুয়া airdrop claim এর লিংক পাওয়া যায় সেসবে click করবেন না
এতক্ষন আমার industry নিয়ে লিখলাম এখন general online
নিয়ে লিখছি
অনলাইনে নতুন নতুন বিভিন্ন প্রতারনা বের হয় যারা ব্যাপক লাভ এর নাম দেখিয়ে প্যাকেজ কেনায় এসব প্যাকেজ এ লাভ দেখায় যেমন $100 এ daily $2 income
একাজে তারা binance ও usdt তে নেয় এ কারনে প্রুফ থাকে না।
যেমন MTFE
১১ হাজার কোটি টাকার scam
এখানে বিভিন্ন trading bot কেনাতো এরপর কিছুদিন লাভ দেয়ার পর হটাৎ উধাও
এদেরকে বলা হয় ponzi scheme
যারা আগে ঢুকেছে তাদেরকে টাকা দিয়ে বিশ্বাস অর্জন
এরপর পরে যারা টাকা ঢুকে তাদের টাকা দিয়ে প্রথমদের টাকা দেয়র এরপর সবার টাকা নিয়ে গায়েব এরকম অসংখ্য বার ঘটেছে
আপনি দেখবেন অনেক কোম্পানির বাস্তব ঠিকানা নাই ঠিকানা কোন offshore island এ দেয়া
আমাদের দেশের মানুষ,india,nigeria এরা অনেক naive এজন্য এখানে এসব scam পরিচালনা করা হয়।
এদের ওয়েবসাইটে গেলে মনে হয় এরা legit ব্যবসা করছে
seminar ও medal দেয়
বিভিন্ন দুর্বোধ্য শব্দ ব্যবহার করে এরা smart ভাবে প্রতারনা করে
Mlm scam
রাতারাতি ধনী হওয়া অনেক কঠিন
এজন্য আমাদের এসব ধোকায় না পড়ে নিজের টাকা হালাল ভাবে invest করা উচিত!
আপনার যদি কোন টিপস থাকে যা সবাইকে scam এর হাত থেকে বাচাবে তাহলে সেগুলো লিখুন কমেন্টে।
টেলিগ্রাম এ ইনকাম এর টিপস পেতে আমার চ্যানেল এ জয়েন করুন।