♦কি শেয়ার করা যায় ভাবতে ভাবতে চোখ গেল আমার
কীবোর্ড এর দিকে, যা দিয়ে আমি এই পোস্ট টি লিখছি।
ত ভাবলাম আজকে আপনাদের নিকট এটির সুবিধা গুলা
শেয়ার করি।
নাম: রিদ্মিক কীবোর্ড
প্লে-স্টোর রেটিং: ৪.৫
আমার রেটিং:৪.৮
অ্যাপটির সুবিধা গুলা দেখে নিন:-
১. টাইপিং করার ক্ষেত্রে অনেক স্মুদ।
২. এতে ৫ রকমের কীবোর্ড রয়েছে যেটা ইচ্ছে ইউস করুন।
৩. এতে অভ্র গাইড দেওয়া আছে যা থেকে আপনি বাংলিশ
লেখায় মাস্টার হয়ে উঠবেন।
৪. এতে তিন ল্যাংুয়েজ এর কীবোর্ড আছে।
( ইংলিশ, অভ্র, প্রভাত- এর দরুন আপনার বাংলা লেখার
৫. এতে ইমজি রয়েছে যাতে আপনার চ্যাট এর মজা আর
বেড়ে যায়।
৬. যেকোনো পোস্ট বিস্তারিত লেখতে আগ্রহি যারা তারা
এটি ইউস করতে পারেন।
লেখালেখি পড়তে ভাল নাও লাগতে পারে তাই কিছু স্ক্রিনশুট
দেখে নিন:
৫ রকমের কীবোর্ড
বাংলিশ প্রাক্টিস
অনেক কথা হয়েছে এখন চুপচাপ ডাউনলোড করে নিন
রিদ্মিক কীবোর্ড(এইখানে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করুন ডাউনলোড শুরু হয়ে যাবে।অবশ্যই
ইউসি ইউস করবেন)
কীবোর্ড টা বলতে গেলে অসাধারণ। ট্রাই করে দেখুন।
আপনি টাইপিং এ আলাদা মজা খুজে পাবেন এবং
বাংলা লিখতে পারবেন সহজেই।
আরেকটা কথা আমি অ্যাপ বলেন আর আর গেম বলেন
গুগল থেকে লিনক শেয়ার করে আপনাদের দিই। তাই কেও
ভাববেন না যে আমি অ্যাপ ডাউনলোড করিয়ে টাকা কামাই
করি। ভাল লাগে তাই শেয়ার করি।
অনেক কস্ট ও টাইম নিয়া লিখছি কেও কপি করবেন না।
করলে ক্রেডিট টা দিয়েন & Stay Always With
Na hoy amake add din
Fb.com/Reja.ID.BD