আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আমি আপনাদের দোয়া ভাল আছি।
হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড
ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন
প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন
বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন
তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে !

বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর
কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে
স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই
জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু
সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে

শেয়ার করবো… এটি কিভাবে কাজ করে? এ জন্য
আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome
On Off Ultimate ব্যবহার করতে হবে। এটি আপনার
ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ
করে কাজ করে। একটি নির্দিষ্ট কোণে আপনার
ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন
করে দেয়। তবে মজার বিষয় হল, এটি চার্জের
ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই
চলে। আর অ্যাপটি ইন্সটল করে নিজের
প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার
করে অবশ্যই মজা পাবেন।

এই অ্যাপটি ফ্রি নয়। Play Store থেকে এটি
নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে
হবে। তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম
ফ্রিতে।

তাহলে আর দেরী না করে এখনি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে যান।

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।
তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম।
আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল
ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ।
দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক
নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Trickbd এর সাথেই থাকুন।

6 thoughts on "পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে !"

  1. Tasmin Contributor says:
    Mamu Link kothai, eta ki dichoreeee vai..r copi post dew kno……/
  2. Hossain Mujumder Subscriber says:
    [url=http://newtopicbd.com]নিত্য নতুন টিপস পেতে নিয়মিত NewTopicBD.Com ভিজিট করবেন[/url]
  3. Sujan Hossain Author says:
    এডমিন ভাই আমার পোস্ট গুলো দেখের জন্য অনুরোধ করছি। আমি নিজেই পোস্ট করছি যদি ভালো লাগে আমাকে টিউনার করুন। ভবিষ্যতে আরও ভালো পোস্ট করব। প্লিজ এডমিন।।।
  4. Himul Contributor says:
    আবার ট্রাই করেন ।। ডাউনলোড লিংক আছে ।। আমি করেছি
  5. Hasan596 Contributor says:
    Charge beshi tanbo
  6. @ishan Subscriber says:
    Wave to lock/unlock ই ভালো সেনসরের ওপর দিয়ে হাত নিলে অন হবে আরেকবার নিলে অফ হবে এবং pocket lock অ্যাপ দিয়ে পকেটে রাখলে লক হবে”পকেট থেকে বের করলে আনলক হবে।এগুলো আমি ২–৩ বছর আগেই নামায়ছি।চাজঁ খাওয়ার কারণে ব্যবহার করি না////

Leave a Reply