বর্তমান সামাজিক যোগাযোগ এর
মাধ্যম ফেসবুক এখন যেন আমাদের
মৌলিক
চাহিদায় পরিণত হয়েছে 🙂
দিনে অন্তত
একবার
ফেসবুকে উঁকি না মারলে যেন
আমাদের চলে
না।
কিন্তু আপনি জানেন কি?
ফেসবুকের
নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট
কী যা
আপনার মাউসের ব্যবহার কমিয়ে
আরও দ্রুত ও সহজ ফেসবুকিং
করতে সাহায্য করবে।
ফেসবুকের শর্টকাট কী :
* J ও K কি দিয়ে ওপরে ও নিচে
যায়।
* Enter করে নির্বাচিত টিউন পুরোটা
দেখা
যাবে।
* L কোনো টিউন লাইক বা
আনলাইক করতে
ব্যবহার করা যাবে।
* P নতুন কিছু টিউন করার জন্য।
* S দিয়ে কোনো কিছু শেয়ার করা
যাবে।
* C চেপে নির্বাচিত টিউনে টিউমেন্ট
করা
যাবে।
* O নির্বাচিত ছবি বড় করে দেখাবে।
* Q চ্যাটে কাউকে খুঁজে পেতে
সাহায্য
করবে।
* / কোনো কিছু খুঁজতে সার্চবার
সক্রিয়
করবে।
এই তালিকা ভুলে গেলেও কোনো
নেই।
নিউজফিডে থাকা অবস্থায় ‘?’
ক্লীক
করলেই আপনি পুরো তালিকাটি
দেখাতে
পারেন।
ওয়েবসাইট ছাড়াও ইনকাম করতে Join করুন (1$ Only 30-35 Click)
সূত্র : ফেসবুক ৷
পরবর্তি টিউনের জন্য রেডি থাকুন 🙂
ki kora jay??? plz help me!!!!!
kaj korbo.. kintu bujtasina kon brand
valo ba kon ficher gula valo hobe plz
vi halp me (40000-55000) takar
modde.