রবি হুয়েই বোনাস অফার: হুয়েই জিআর-৫ মিনি, হুয়েই জিআর-৫, হুয়েই ওয়াই৬ ||

Capture

Capture1

Capture2

 

 

শর্তাদি:

  • সকল বিদ্যমান ও নতুন প্রিপেইড ম্যাস, পোস্টপেইড ও এসএমই (পিসিও, ইজি লোড বাদে) গ্রাহক এই অফারটি পাবেন।
  • হ্যান্ডসেট কেনার পরে হ্যান্ডসেটে ট্যাগকৃত রবি নম্বর থেকে কোন সক্রিয় এমএসআইএসডিএন নম্বরে ভয়েস কল করলে গ্রাহকের বোনাসের জন্যে উপযুক্ততা নিশ্চিত হবে।
  • প্রিপেইড গ্রাহক ট্যাগ করার ৬০ মিনিটের মধ্যে বোনাস পাবেন।
  • পোস্টপেইড গ্রাহক ট্যাগ করার ৭২ ঘন্টার মধ্যে বোনাস পাবেন।
  • যদি কোন গ্রাহক ১৮০ দিনের বেশি নিষ্ক্রিয় থাকেন, তবে প্রথম ট্যাগ করার ২৪ ঘন্টা পরে এই অফার পাবেন। এক্ষেত্রে বোনাস পাওয়ার জন্যে গ্রাহককে ২৪ ঘন্টা পরে সচল ট্যাগ থেকে আরো একটি ভয়েস কল করতে হবে।
  • ট্যাগ করার পরে নিবন্ধনের সময় এমএসআইএসডিএন বিবেচনা করা হবে।
  • একাধিক এমএসআইএসডিএন ও আইএমইআই বিবেচনা করা হবে না।

দ্রষ্টব্য:

  • কেবল লোকাল কলের জন্যেই বোনাস মিনিট প্রযোজ্য হবে।
  • এসএমই/প্রিপেইড সংযোগ থেকে কোন সিইউজি নম্বরে কলের চার্জ হবে বিদ্যমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী।
  • বান্ডল মিনিট ফুরিয়ে গেলে বিদ্যমান প্যাকেজ অনুযায়ী স্বাভাবিক চার্জ প্রযোজ্য হবে।
  • ডাটা ভলিউম ফুরিয়ে গেলে গ্রাহকের চার্জ হবে ব্যবহার অনুযায়ী ১ টাকা/১ এমবি।
  • প্রিপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
  • পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে বোনাস মিনিটের জন্যে প্যাকেজ অনুযায়ী পালস্ প্রযোজ্য হবে।
  • অব্যবহৃত বোনাস মিনিট ও ডাটা পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
  • বোনাস মিনিট শর্ট কোডের জন্যে ব্যবহার করা যাবে না।
  • আইডিডি কলের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
  • ব্যালান্স ট্রান্সফারের জন্যেও বোনাস মিনিট ব্যবহার করা যাবে না।
  • প্যাকেজ অনুযায়ী অন্যান্য ট্যারিফ/সুবিধাদি বজায় থাকবে।
  • গ্রাহকের যোগ্যতা নিরূপণের অধিকার রবি ও হুয়েই উভয়ের থাকবে।
  • লোকাল মিনিট চেক করতে: রবি-রবি মিনিট *২২২*২# ডায়াল করুন, অন্য অপারেটরে মিনিট *২২২*৯# এবং ইন্টারনেটের জন্যে *৮৪৪৪*৮৮# অথবা *১২৩*৩# ডায়াল করুন।
  • বোনাস মিনিট ও ডাটা প্যাক কেবল নতুন ক্রয়কৃত হুয়েই স্মার্টফোনে ব্যবহার করা যাবে।


যেখানে বোনাস পাওয়া যাবে:

  • সকল রবি সেবা
  • পার্টনার চ্যানেল

 

Leave a Reply