সবাই কেমন আছেন। আশা করি উপর ওয়ালার রহমতে আপনারা ভালোই আছে। দীর্ঘ দিন পর নতুন টিউন নিয়ে হাজির হলাম। জানি না কেমন হবে তবে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আজ দেখাবো কিভাবে কোন কস্ট, কোডিং জ্ঞান ও ডোমেনই ও হোস্টিং ছাড়া কিভাবে একটি ইউটিউব ভিডিও ডাউনলোড সাইট তৈরি করা যায় এবং সেই সাইট থেকে ভালো মানের আয় করা যায়। আর সাইটটি বানাবো একটি ওয়াপ বিল্ডার এর মাধ্যমে। মাত্র ৫ মিনিটে একটি ইউটিউব গ্রাবার সাইট বানাতে পারবেন। আবার বিভিন্ন সাইটের এড বসিয়ে আয় ও করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
Demo: Netbd.wapmr.com
প্রথমে wapmr.com এ গিয়ে একটি একাউন্ট করুন ।
একাউন্ট করার পর login করে manage site এ যান ।
তারপর উপরে wcodes লেখা আছে সেটাতে যান ।
নিচে YouTube grabber নামে একটা অপশন আছে ওটাতে যান।
এখন কোড গুলো কপি করুন
তারপর আবার dashboard এ গিয়ে নিচে quick edit নামে অপশন আছে ওটাতে যান এবং কোডগুলো দেখে দেখে ফাইল তৈরি করে পেষ্ট করুন এবং কোড গিলো দেওয়ার সময় * চিহ্নটি মুছে দিন বাস হয়ে গেল আপনার YouTube download site. আর এড বসিয়ে আপনি ইনকামও করতে পারবেন. খুব সংক্ষেপে লেখলাম সমস্যা হলে কমেন্ট করে জানান । আজ এই পরযন্ত । সবাই ভালো থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন ।
23 thoughts on "এবার খুব সহজে নিজেই তৈরি করুন Youtube ডাউনলোড সাইট"