গ্রামীণফোন নতুন কোড নম্বর
(নম্বর স্কিম) ০১৩ বরাদ্দ
পেয়েছে।
০১৭ এর পাশাপাশি এই
নতুন কোড নম্বর বরাদ্দ দেওয়া
হয়।
অপারেটরটির আবেদনের
পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই
নম্বর স্কিম বরাদ্দ দিয়েছে বলে
জানিয়েছেন গ্রামীণফোনের চিফ
করপোরেট অ্যাফেয়ার্স অফিসার
তিনি বলেন, ‘আমরা নম্বর স্কিমের
অনুমোদনপত্র পেয়েছি। আমাদের
কিছু উন্নয়ন কাজ করতে হবে
বিশেষ করে নেটওয়ার্কের। এটা
শেষ হলেই শিগগিরই আমরা ০১৩
চালু করব।’
তিনি জানান, গ্রামীণফোনের জন্য
০১৭ নম্বর স্কিমে বরাদ্দকৃত ১০
কোটি নম্বরের বিক্রি প্রায় শেষের
পথে।
আসছে নভেম্বরের মধ্যে
গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত
১০ কোটি নম্বরের কোটা শেষ হয়ে
যাবে। এর আগে বা পরে চালু হতে
পারে ০১৩। সে সময়
ব্যবহারকারীদের ডায়ালিং কোড
নম্বর হবে ০১৩।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সহজেই 🙂
সৌজন্যে আমার সাইট
Plz fast bolen
kintu apnar kotha ta evabe bola ucit hoyni.