আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো অাছেন!
আমাদের স্মার্টফোনে বড় এসএমএস লিখতে গেলে তা এমএমএস পরিণত হয়।যা অন্য মোবাইলে পাঠালে এমএমএস এর চার্জ কাটে।
তাই আজকে দেখাবো মাএ ৩৬,২৬ কেবির সফ্টওয়্যারের মাধ্যম কিভাবে যত বড়ই এসএমএস লেখেন না কেন তা এমএমএস পরিণত হবে না।দুঃখের বিষয় এটা শুধু রুট ইউসার ই করতে পারবে ।

Apps name: Allow Long SMS

Apps size :36.26 kb

প্রথমে এখান থেকে সফ্টওয়্যার টা ডাউনলোড করে ইনষ্টল দিন।

এবার
Xposed Installer ইনষ্টল দেয়া না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। ইনষ্টল দিয়ে অপেন করুন।
এবার Framework এ ক্লিক করে ভিতরে প্রবেশ করুন

তারপর Install/Update এ ক্লিক করুন।

রুট চাইলে ওকে দিন।

রিবুট চাইলে রিবুট Cancel দিন।
এবার Modules এ প্রবেশ করে AllowLongSms এর পাশে ঠিক দিন।
এবার ফোন রিবুট দিন।ব্যাস কাজ শেষ। এবার দেখুন যত বড় এসএমএস লিখুন না কেন তা এমএমএস এ কনর্ভাট হবে না।আজ এই পর্যস্তই ,
ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ই ট্রিকবিডির সঙ্গে থাকবেন।ফেসবুকে আমি ধন্যবাদ সবাইকে।

2 thoughts on "[Root] এবার স্মার্টফোনে যতবড়ই SMS লিখুন না কেন তা আর MMS এ কনর্ভাট হবে না। না দেখলেই লস (Only Root User)"

  1. Reja BD Author says:
    আরও মানসম্মত পোষ্ট চায় ট্রিকবিডির টিম।
  2. Yeasin Author says:
    এই পোস্ট টা ভালো লাগছে

Leave a Reply