৫টি উপায় জেনে নিন, যার মাধ্যমে হ্যাকারদের হাত থেকে আপনার স্মার্টফোনটিকে বাঁচানো সম্ভব-

১) ৬ ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করুন। এছাড়া বিভিন্ন ফোনে টাচের মাধ্যমে বা বায়োমেট্রিক পদ্ধতিতে ফোন লক করার ব্যবস্থা থাকে। যাতে আপনার আঙুলের স্পর্শ না পেলে ফোনটি চালু হবে না। তেমন পাসওয়ার্ড দিয়ে রাখুন।

২) স্মার্টফোনের সেটিংসে এনক্রিপশন করে রাখুন।

৩) আপনার স্মার্টফোনে যত অ্যাপ রয়েছে, সবগুলিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন। এছাড়া আপনি ভুলে গেলেও অটোমেটিক লক হয়ে যাওয়ার ব্যবস্থা করে রাখুন।

৪) অবশ্যই ব্যাক-আপ ব্যবস্থা করে রাখবেন।

৫) সফটওয়্যার আপডেট করে রাখবেন সবসময়।

টাকা আয় করুন

7 thoughts on "হ্যাকারদের হাত থেকে স্মার্টফোন বাঁচানোর ৫টি উপায়"

    1. Ali Contributor Post Creator says:
      tnx
  1. Dreams blue Contributor says:
    আলি ভাই টিউনার হতে একটু হেল্প করবেন?
    1. Ali Contributor Post Creator says:
      how?
  2. Dreams blue Contributor says:
    kibabe tuner hobo?
    1. Haker Contributor says:
      lol

Leave a Reply