আস সালামু আলাইকুম।
প্রিয় Trickbd ইউজার। আশা করি আল্লাহ রহমতে ভাল আছেন।আমিও আপনাদের দু’আতে ভালো আছি।আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি।আমার ৪র্থ পোস্ট এ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
এই পোস্ট টা আমি করলাম।ভুল হলে মাফ করবেন।so please, bad comment করবেন না
________________________________
কয়েকটা ভাইয়াদের আইডি তে এরকম সমস্যা হয়েছে যে তারা তাদের Id তে লগিন করলে PLEASE CHANGE YOUR NAME আসে।যাদের সমস্যা হইছে তাদের নিচের মতো এসেছিলো।
এটা খুবই সিম্পল প্রব্লেম । যারা ইংরেজি বুঝে সবাই খুলতে পারার কথা।যাই হোক
————————————————-
এইই সমস্যা হওয়ার কারণ:
ফেসবুক চায় আমরা যেন আমাদের নামগুলো আসল এবং সঠিক দেই।তারা আমাদের authentic name গুলো বন্ধ করতে চায় আমাদের বন্ধুরা যেন আমাদের কে খুজে পায়।কিন্তু আমরা চাই নিজের নাম না দিয়ে একটা Vip বা ছন্দ নাম দিতে।আমিও আপনাদের মতোই।
আমারা তাদের কাছে বন্দি হয়ে গেলাম। তবে চিন্তা করবেন না।আইডি খুলতে পারবেন।
___________________________________
কাজের বিবরন:
যারা আমাকে Request করেছিলেন তারা দেখুন কিভাবে সমাধান করতে হবে।
১)প্রথমে লগিন করুন Fb তে। এরকম আসবে তাই না।
(আমার 2 ta আইডি তেও same প্রবলেম হইছিল।)
২)তারপর
এখন Get Start এ ক্লিক করুন
এরপর এরকম আসবে।
আপ্নারা আপনাদের আইডি এর বর্তমান নাম I mean যেটা দেউয়া ছিল সেটা দিয়ে পুরন করবেন না। আপনাদের সুবিধার্থে আমি আমার একটা আইডি তে ভুল করে দেখালাম।
এভাবে আগের নাম দিয়ে ছিলাম।এবং Next ক্লিক করেছিলাম
আপ্নারা না করলেও চলবে
৩)তারপর দেখাবে এরকম
PLEASE ENTER A DIFFERENT NAME লেখা আসবে।
অর্থাৎ অন্য নাম ব্যবহার করতে বলবে।
এটা অনেকেই বুঝেন নাই।যাইহোক আপনি আমার মতো করে থাকলে
তারপর TRY AGAIN এ ক্লীক করুন।
আবার আগের পেজ আসবে।
#####
যাই হোক আপনাদের আইডি তে
Login করে >Get starrted ক্লিক>change A different name এর পেজ আসবে।
যেমন আগে আমার। id ছিল Followed Boy Piyas আর এখন দিলাম Arfin Piyas।
৫) Next ক্লিক করুন। ইনশাআল্লাহ কাজ হবে। দেখনু আমার টা।
৬) Go To news Feed ক্লিক করুন।Hompage আসবে।
৬)যদি না হয় ভিন্ন নাম দিয়ে try করুন।এক সময় হয়ে যাবে।
আর তবুও না হলে fb link —
Arfin piyas
আস সালামু আলাইকুম।
।আল্লাহ হাফিয।
ফেইসবুক হেল্প লাইন।
Fb.com/Reja1.ID
তে শুধু নাম change করে অন্য রিয়েল নাম চায়
তবে Next লেখা না আসি লেখা আসে Upload Id/picture
আপনাকে ID CARD এর পিক আপলোড করতে হবে। আর id card এর same নাম গুলা দিয়া পুরনন করতে হবে
আপনাকে ID CARD এর পিক আপলোড করতে হবে। আর id card এর same নাম গুলা দিয়া পুরনন করতে হবে
Thanks for doing that. We’ll look at your
request and send you an email as soon as
we’ve made a decision.
এটা তো সবাই পারে…