**হ্যাক হলেও ফিরে পাবেন
ফেসবুক
একাউন্ট**
আজকের পোস্ট সম্পর্কে অনেকেই
জানেন । তবুও
জারা জানেননা তাদের জন্য শুরু
করলাম।
বাংলাদেশে জনপ্রিয়
হওয়া ফেসবুকে কম
বেশিঅনেকেরই একাউন্ট
কোননা কোন
ভাবে হ্যাক হয়ে থাকতে পারে।
দেখা গেছেকোন একটি স্ক্যাম
কিংবা এপ্সের কবলে পড়লেন।
অথবা কোন ভাবে আপনার
সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায়
ইমেইল
হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক
হয়ে ফেসবুক
একাউন্টটি হ্যাক হয়ে গেল।
এবং হ্যাকার
আপনার ব্যবহৃত পাসওয়ার্ড টিও
পরিবর্তন
করে ফেললো। এখন কি করবেন?? আজ
কাল সামাজিক যোগাযোগের

অন্যতম
একটি মাধ্যম নয় আরো নানাবিধ
ব্যক্তিগত ও
ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত
হয়। তখন
তো আপনাকে এই আইডি রিকভার
করতেই হবে।
আইডিরিকভার করার নানউপায়
আছে, তার
মধ্যে আজকের
উপায়টি পরিবেশিত
হলঃ ১. এড্রেস বার
থেকে Facebook.com/­
hackedএ প্রবেশ করুন
২. My Account Is Compromised

ক্লিক
করে এগিয়ে যান
৩. Identify Your Account
থেকে আপনার
একাউন্ট শনাক্ত করতে Email or
phone number
কিংবা Facebook
usernameঅথবা your
name and a friend’s nameএই
তিনটি অপশানের যেকোন
একটি তে প্রয়োজনীয়
তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক
করুন
৪. Security Check
অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান
৫. আপনার একাউন্টির ছবি সহ
ইউজার নেম
থাকবে, This Is My Account ক্লিক
করে এগিয়ে যান।
৬. এখানে আপনার ব্যবহৃত
পুরনো পাসওয়ার্ড
এখানে প্রবেশ করান। ৭. ফেসবক
তথ্য গুলো সঠিক
দেখালে পরবর্তী ষ্টেপ
গুলো আপনাকে দিবে,
সেভাবে আগালে আশা করি আপনার
ফেবু
আইডিটি স্বশরীরে ফিরে পাবেন
[end]

আপনার কাছে অনুরোধ আমার সাইটাতে ঘুরে আসবেন
,সব সময় নতুন নতুন টিপস পাবেন আর আপনি চাইলে আপনাকে ADMIN,মডেটর ,করব Please visit My Site: tiptrickbd

4 thoughts on "Recover your hacked fb account by this easy method"

  1. apatani Contributor says:
    hoy nare vai
  2. rezuant Contributor says:
    আমার fb password অনেক আগে কেউ change করেছে সে ক্ষেত্রে কি করব?????আমি অনেক চাস্টা করেছি কিন্তু password change করতে পারছিনা plz help me……….আর হ্যা আমি যেই ইমেল দিয়ে id খুলছি সেটা block হয়ে গেছে। আমি এখন কি করলে আমার id ফিরে পাবো
  3. julan Contributor says:
    vai hoyna
  4. Habib Contributor says:
    ৫ মিনিটে ফেসবুক
    ফটোভেরিফাই ঠিক
    করে দেই তাই আর
    দেরি না করে কল
    করুন ০১৭০৪২২৯১৩৫
    .
    নাম্বারটা সেভ রাখেন
    পরে হয়তো কাজে
    লাগবে,,,, তা না হলে
    পরে পস্তাবেন?????

Leave a Reply