সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা মজার বাপার নিয়ে বলব। ব্যাপারটা তেমন কিছুই না সুধুমাত্র মজা করার জন্য। অনেকেই ফেসবুক লগিন করার জন্য পাস ওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখে। কিন্তু যেহেতু পাসওয়ার্ড সেহেতু আপনি পাসওয়ার্ড এ কি কি অক্ষর আছে সেটা দেখা জায় না। আজকে দেখাবো কি করে অই পাস ওয়ার্ড দেখবেন। তবে আবারো বলি এটা সুধুমাত্র মজার জন্য। তাই এটি ব্যবহার করে পাস ওয়ার্ড জেনে কার ক্ষতি করবেন না।এটা শুধু পিসি ইউজারদের জন্য।
এবার নিছের ছবির মত আসবে।
এখানে password এর জায় গায় নিছের ছবির মত text লিখুন।
ধন্যবাদ সকলকে ট্রিকবিডির সাথেই থাকার জন্য।
সকলে ভাল থাকুন,সুস্থ থাকুন।নতুন টিপস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
বন্ধুর সেভ করা পাসওয়ার্ড বক্স থেকে পাসওয়ার্ড কপি করেন এবং মেসেজ এ গিয়ে paste করুন। তাই পাসওয়ার্ড পেয়ে যাবেন।
কারো কাছে কি এটা হ্যাক মনে হয়।
but
thanks for writing
আর এটাকে কি হ্যাক বলে ভাইজান………..?