জাল টাকা চেনা খুবই মুশকিলের ব্যাপার। কেনাকাটার সময় তো বটেই, ব্যাংক লেনদেনেও কখন যে জাল টাকা ঢুকে যায় এই আতঙ্কে থাকেন অনেকে।

তবে এই উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে আপনার সাধের স্মার্টফোনের একটি মাত্র অ্যাপ।জালিয়াতেরা এতটাই সজাগ ও সক্রিয় যে জাল টাকা চেনা সত্যিই মুশকিল। আসল টাকা শনাক্তে নানা উপায় বাংলাদেশ ব্যাংক জানালেও জালিয়াত চক্র এই বিষয়গুলোও মাথায় রেখে কাজ করে। তাই খুব দক্ষ না হলে সাধারণের পক্ষে জাল টাকা চেনা দায়।

আবার না জেনে জাল টাকা নিয়ে লেনদেনের সময় তা প্রকাশ হয়ে পড়লে সবার সন্দেহ কিন্তু আপনার উপরই পড়বে।
তাই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেনে নিন কিভাবে বুঝবেন কোনটা আসল আর কোনটা নকল টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন Fake money Detector.

সরাসরি প্লে স্টোর থেকে নামিয়ে নেন

অ্যাপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেওয়া আছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা ও আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন।ফলে কেউ নকল টাকা দিলে অ্যাপটিতে ধরা পড়ে যাবে। এটি খুব জটিলও নয়। অ্যাপটি ব্যবহার করতে আপনার স্মার্টফোনটি ২.৩ বা এর উপরের ভার্সন হলেই চলবে।

জাল টাকা পরীক্ষা করবেন কীভাবে?
১. অ্যাপটি চালুর করার পর একটি বাটন দেখাবে। ওই বাটনে ক্লিক করে ক্যামেরা চালু করুন।
২. সন্দেহজনক টাকাটিকে সমতলভাবে বিছিয়ে এর সম্পূর্ণ ছবি তুলুন।

৩. এবার ডান পাশে একটি আইকন পাবেন, সেখানে ক্লিক করুন।
৪. এরপর টাকাটি স্ক্যান হবে।
৫. এরপর অ্যাপটি জানিয়ে দেবে টাকাটি আসল না নকল।

খেয়াল রাখবেন, ছবি তোলার সময় টাকার সম্পূর্ণ অংশ যেন সঠিকভাবে আসে। কেননা সম্পূর্ণ ছবি না আসলে টাকাটি নকল দেখাবে।

তাই চেষ্টা করুন ছবি তোলার সময় যতটা কাছে থেকে টাকার সম্পূর্ণ অংশের ছবি তোলা যায়।

আজই ডাউনলোড করে ফেলুন এই অসাধারণ অ্যাপটি, আর উপভোগ করুন এর মজা।

সৌঃ→আরো সুন্দর সুন্দর টিউন পেতে আমার সাইট BDMoU.Xyz

15 thoughts on "এবার সাধের স্মার্টফোন দিয়েই ধরুন জাল টাকা। জানুন কিভাবে এটা করতে পারবেন আপনি…"

  1. Net Master Contributor says:
    Nice post !
    🇪🇽🇨🇪🇱🇱🇪🇳🇹
  2. Rubel Author says:
    সুন্দর post
  3. Sarowar Subscriber says:
    nice…post….bro….carry on
  4. Reja BD Author says:
    ধন্যবাদ অনেক সুন্দর & উপকারি পোষ্ট।

    সব সময় এরকম নতুন পোষ্ট চাই।

  5. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
    আশা করি আমি সবাই কে সবসময় নতুন কিছু দিব।।
    সবাইকে পড়ার জন্য ধন্যবাদ
  6. MD,Saifur Rahman Contributor says:
    মেহেদি কাজের এপ্স। শেয়ার করার জন্য ধন্যবাদ।
  7. MD,Saifur Rahman Contributor says:
    মেহেদি ভাই
  8. Tasnim Author says:
    সুন্দর পুস্ট
    সব সময় screenShort দিবেন
  9. Rabby303 Contributor says:
    supper post bro
  10. mdreaz Contributor says:
    ekhane Bangladesher taka nei to??
  11. F.E.B BAPPI Contributor says:
    ভুয়া apps.
  12. heybd Contributor says:
    Looks like this app is also fake ???
  13. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
    ভুয়া যারা বলে তারা পুরা ফেক কারন চেক না করেই মন্তব্যা করা টা ঠিক না
  14. Ashiq_islam Contributor says:
    Try korci akdom faltu

Leave a Reply