টেলিগ্রাম বট দিয়ে প্রফেশনাল ভাবে তৈরি করুন চাকরির CV. এবং স্টুডেন্ট আইডি কার্ড! CARD MAKER BOT.
আসসালামু আলাইকুম আজকের পোস্টে আমরা দেখব যে কিভাবে আমরা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে চাকরির সিপি এবং স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে পারব।
তাও আবার টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে এতদিন আপনারা যেগুলো ওয়েবসাইট এবং অ্যাপ থেকে করে আসতেন সেটা আজকে আপনারা টেলিগ্রাম বট দিয়ে করতে পারবেন।
কি ব্যাপারটা ইন্টারেস্টিং না?
শুধু তাই নয় এটা দিয়ে আপনারা জাতীয় পরিচয় পত্র তৈরি করতে পারবেন সেটা নিয়ে আগামীকালকে একটা পোস্ট দেবো।
বট লিংক : @CardsMakers_bot
উপরের বটের উপর ক্লিক করে প্রথমে আপনারা bot ওপেন করে নেবেন এরপর হচ্ছে স্টার্ট করে দিবেন তারপর আমার নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন:
একচুয়ালি এখানে দেখানোর তেমন কিছু নেই সব অপশন দেওয়াই আছে । তারপর আমি সিম্পল দেখায় দিচ্ছি , এখানে যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে চান তাহলে প্রথম অপশনটাতে ক্লিক করবেন এবং চাকরির সিভি তৈরি করতে চাইলে দ্বিতীয় অপশনটা তে ক্লিক করবেন।
তো আমি দেখানোর জন্য প্রথমে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করে তারপর আপনি যখন স্টুডেন্ট আইডি কার্ডে ক্লিক করবেন তখন আপনার নাম যা হবে আপনার নাম দিবেন
এরপর এখানে একটার পর একটা তথ্য আপনাদের কাছে যাওয়া হবে যে যে তথ্যগুলো লাগে আপনার ওখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার লাস্টে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে বলবে
এখানে একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি ছবি আপলোড করবেন তখন ছবিটি মাথা থেকে বুক পর্যন্ত ক্রপ করে কেটে নেবেন তাহলে ছবিটানো সুন্দর ভাবে আসবে।
এরপর ছবিতে সেন্ড করে দেবেন যেমন আমি সেন্ড করে দিলাম
এখন দেখুন স্টুডেন্ট আইডি কার্ড টা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল।
এখন দেখব কিভাবে আপনি টেলিগ্রাম Card Maker Bot এর মাধ্যমে চাকরির সিভি Job Cv তৈরি করবেন:
চাকরির সিভি তৈরি করার জন্য যেভাবে আপনারা প্রথম ভাবে ক্লিক করে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করলেন। সেই রকম ভাবে চাকরি ছেড়ে অপশনে ক্লিক করে আপনারা চাকরির সিভি তৈরি করতে পারবেন।
সেই অপশন এ ক্লিক করার পর যে যে তথ্য চাইবে সেগুল দিয়ে আপনারা এটি করে নিতে পারবেন।
তো দেখেন আমি আমার সব ইনফো এইখানে দিলাম
এরপর আমার ছবি আপলোড করার সাথে সাথে দেখতে পারতেছে না আমার সুন্দর একটা সিভি তৈরি করা হয়ে গেছে একদম কয়েক সেকেন্ডের মধ্যেই!
আশাকরি বট টা আপনাদের ভালো লাগবে, সবাইকে ধন্যবাদ।
3 thoughts on "টেলিগ্রাম বট দিয়ে প্রফেশনাল ভাবে তৈরি করুন চাকরির CV, এবং স্টুডেন্ট আইডি কার্ড!"