আপনার ফোনে থাকা ভাইরাস অ্যাপ রিমুব করে ফেলুন খুব সহজেই। আর থাবেনা ফোনে ভাইরাসের ভয়।
টাকা আনিং করার জন্য আমরা নানান ধরনের অ্যাপ ডাউনলোড করি।
সেখান থেকে আমাদের অজানতে নানান ধরনের ভাইরাস চলে আসে আমাদের ফোনে। সেগুলো আমাদের ফোনকে দূবল ফেলে। এগুলোকে আমরা রিমুব করতে পারছি না।
এই ধরনের ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাবে
১ম ধাপ : প্রথমে এই অপটি ডাউনলোন করেন Search Playstory : file managar +
এবার ওপেন করে এখানে যান।
এবার যে অ্যাপটি আপনার সমস্যা করে সেটির উপর চাপ দিয়ে ধরে রাখুন।
এবার backup এ চাপদিন
প্রথম ধাপের কাজ শেষ।
২য় ধাপ : আপনার ফোনে File managar গিয়ে দেখে backucup নামে ফোল্ডারে অ্যাপটা চলেগেছে।
এবার ওটাকে install করেন ডিলিট করে ফেলুন ২য় ধাপের কাজ শেষ।
৩য় ধাপ : এখন আপনি আপনার app managar যান।
আপনার সেই backucup করা অ্যাপটা খুজেবের করে ওপেন করেন।
data celear করে ফেলুন অ্যাপটা stop করেন।
এবার disable চাপে ওকে করেন
হয়েগেল অ্যাপ ভাইরাস রিমুব।
এভাবে অন্য ভাইরাস অ্যাপের জন্য একই নিয়মে কাজ করবে।
এবার আপনার ফোনকে বাচান ভাইরাসের হাত থেকে।