বেশ কিছু দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।
আশা করি সবাই ভালো আছেন।
আমি invalid imei নিয়ে কিছু দিন যাবত অনেক চিন্তা ভাবনা করি। ভালো এবং সহজ কোন উপায় বের করার জন্য। অবশেষে পেয়েও গেলাম।
আগে যে পদ্ধতি টা শেয়ার করেছিলা
সেটা একটু জটিল ছিল এবং কম্পিউটার লাগতো।
তাই আপনাদের সাথে আমি এই পদ্ধতি টি শেয়ার করতে চলে আসলাম। এই পদ্ধতি টি খুব সহজ এবং কোন কম্পিউটার এর প্রয়োজন নেই। আপনি আপনার মোবাইল দিয়েই খুব সহজে invalid imei ঠিক করতে পারবেন। আমি এই পদ্ধতি তে ৩ টি ফোন ঠিক করেছি (W68, V70, H50)
কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক।
★যা যা লাগবে★
1- Invalid IMEI হওয়া ফোন (Rooted)
2- Camalephon.apk Download
★কাজের ধাপ★
★প্রথমেই আপনার ফোনের ব্যাটারি খুলে অথবা ফোনের বক্স থেকে imei নাম্বার টি সংগ্রহ করে রাখুন।
1- App টি Download করে আপনার invalid imei হওয়া ফোনে install করুন।
3- Root Permission চাবে Grant করুন।
4- এখন নিচের মত দুটি ঘর পাবেন।
5- এখন IMEI 1 – null এ আপনার প্রথম ১৫ সংখ্যার imei number টি লিখুন এবং IMEI 2 – null এখানে দ্বিতীয় ১৫ সংখ্যার imei number টি লিখুন।
6- Imei লেখা শেষ হলে তা আরেক বার check করে Apply new imeis এ click করুন।
7- তারপর একটি pop up window আসবে। সেখানে change এ click করুন।
8- নিচের মত আসলে বুঝবেন আপনার কাজ শেষ হয়েছে।
9- এবার আপনার ফোনটি power off করে ব্যাটারি খুলে ফেলুন। তারপর Sim Card প্রবেশ করান।
Power on করুন। আপনার ফোনে sim support করছে।
এবার *#06# ডায়াল করে imei check করুন।
ধন্যবাদ সবাইকে।
★যে কোন ধরনের সমস্যায় আমরা আছি আপনাদের পাশে –
★Join Our Official Facebook Group★
Android Custom Rom & Other Technology Update News
Admin Panel-
1- Sarowar
2- Saifir
4- Reja
5- Al- Amin
6- Mehadi
7-Tasnim
8- Hasan
tnx Sarowar vai
যেকোনো হেল্পের জন্য পোষ্টটের নিচ থেকে,, আমাদের গ্রুপে জয়েন করুন।
ঠিক বলেছেন ভাই
charge dei abong on kore dekhi
85% ar druto charge kome jai
ar upai ki .kinto battery te
dekhi full charge ache.
আপনি টিউনার রিকুয়েস্ট করে আমাদের গ্রুপে জয়েন করুন।
রেজা ভাই এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবেন
আপনারা আছেন বলেই আমরা ভালো ভালো পোস্ট করার উৎসাহ পাই….
পাশে থাকবেন ভাই
যেকোনো হেল্পের জন্য পোষ্টটের
নিচ থেকে,, আমাদের গ্রুপে জয়েন
করুন।
R8….u….r….Bro…..
Tasnim
join our group
try it…..and inform me
Micromax A1 (Android one) 6.0.1 & Walton primo NH LITE 6.0.
Ki vabe rOOt kormu? Help koren please…. Kingroot, Kingo root, 360 root latest and old version diyeu try korsi. Kintu kono kaj hoy na. Help please…..
Kintu kon software diye kormu?