মন দেয়া নেয়া বন্ধ হোক, এক মন থেকে আর এক মনে ঘুরাঘুরি বন্ধ হোক। বিয়ের মাধ্যমে মনের পরিচর্যা শুরু হোক! প্রেমের জোয়ার বন্ধ হয়ে বিয়ের মিছিল শুরু হোক!
.————————————-
বিয়ের আগে……
প্রেমিক : আমি তোমাকে ভালবাসি ।
প্রেমিকা : আমিও তোমাকে ভালবাসি ।
শয়তান : আমি তোদের দুই জনকেই ভালবাসি।
———————————————
বিয়ে পূর্ব যে কাজটাকে ইসলাম হারাম ঘোষনা করেছে শয়তান আদর করে তার নাম দিয়েছে প্রেম! অতএব, হারাম থেকে দূরে থাকুন এবং বিয়ের আগে নয়, আল্লাহর খুশিতে বিয়ের পর প্রেম করুন। বিয়ের আগে আপনার প্রেমের প্রতিটি মুহুর্ত হাত-পা-জিহ্ববার যিনা এবং বিয়ের পরে আপনার প্রেমের প্রতিটি মুহুর্ত সাদকা হিসেব গণ্য হবে।
—————————————
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যেখানে দুজন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্র হয় সেখানে তৃতীয়জন হয় শয়তান।”
[জামে তিরমিযী, হাদীস : ১১৭১]
-
Get Full SEO for your Blogger for only 200 BDT, Details..
@
জাজাকাল্লাহ