প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন,আপনাদের দোয়াই আমিও ভাল আছি।আমি অনেক দিন যাবত পোস্ট করি না,আজকের পোস্ট টা যে করব সেটা কখনো মাথাই আসে নি।কারন আমার সামনে এস,এস,সি পরীক্ষা।সবাই আমার জন্য দোয়া করবেন,যাতে আমি এস,এস,সি এর মধ্যে ভাল রেজাল্ট করতে পারি।
আমি সমই পেলে নিশ্চয় আবার নতুন পোস্ট নিয়ে হাজির হব।
এখন কথা হল কিভাবে আপনি Sc7731/sc8830 chipset এর জন্য কাস্টম রিকুবেরি বানাবেন।
এখন আমার কথা হল এটা আপনি বানাতে পারবেন না ৯৯% সত্য।
কারন Mtk Droid tools শুধ মাত্র mediateak ডিবাইস এর জন্য।
আর আমাদের সবার প্রিয় ভাই Riadrox উনি বললেন নাকি Mtk Droid Tools দিয়াই সব Chipset এর রিকুবেরি বানানো যাই।
দুঃখিত রিয়াদ ভাই এটা আমি মানতে পারলাম না,এটা সম্পন্ন ফাউ কথা।
আমি কত রাত জেগে laptop নিয়া বসে কত বার কত দিন যে ট্রাই করে ছি কিন্তু Mtk Droid Tools এ ত কোন মোবাইল এর information আসে না।
কারো কারো প্রশ্ন হতে পারে,আরে ইয়াছিন ভাই আপনি মনে হই ঠিক মত Driver install করতে পারেন নাই?
উত্তরঃআমি অনেক Driver ঈ install করেছি speatrum এর Driver install করেছি।
Windows 7.8.9.10 try করেছি লাভ নাই।
এখন আমার কথা হল Mtk Droid tools দিয়া কেন সব chipset এর রিকুবেরি বানানো যাবে,এটা ত শুধ Mediateak এর জন্য।
আর Sc7731/sc8830 এই চিপসেট এর রিকুবেরি বানানোর কোন টুইটড়িয়াল কেন নেই,কারন এটা নতুন chipset…
আরেক টা উপাই আছে যাদের pc আছে তারা Youtube থেকে Recovery port এর বিডিও দেখে port করে ফ্লাশ দেন।
আর যারা pc user না তারা কি করবেন?মোবাইল দিয়া ও port করা যাই,তার জন্য আপনার মোবাইল এ কাস্টম রিকুবেরি install থাকা লাগবে,এখন কথা হল যদি আমার মোবাইল এ কাস্টম রিকুবেরি থাকেই তাইলে আর port করে কি লাভ।আপনার কোন বন্ধুর মোবাইল এ যদি কাস্টম রিকুবেরি থাকে তাইলে তার মোবাইল থেকে বানিয়ে নেন।
আর যদি কোন উপাই ঈ না থাকে তাইলে আমার ফেইসবুক পেইজ এ আমার সাথে কথা বলেন আমি বানিয়ে দিব।
দয়া করে আমি হাত জোড় করছি কেউ ফেইক ফেইসবুক একাউন্ট দিয়ে আমার সাথে মজা করবেন না।আমাকে ভোকা ভাবনেন না।
+1(863)410-3733
My whatsapp number
Symphony e60 kitkat 4.4.2
Chipset:SPD SC7715