আসসালামুআলাইকুম………

ট্রিকবিডিতে আপনাদের জন্য নিয়ে আসলাম ১৭ টি ট্রিক,দেখে নিন কোনগুলো শেখা নাই বা জানা নাই……

পোষ্টটি অবশ্যই ভালো লাগবে,আশা করি…….

তো শুরু করা যাক…..

(১) সর্বোচ্চ ৬০০০ গ্রুপের মেম্বার হতে
পারবেন।

(২) সর্বোচ্চ ৫০০০ ফ্রেন্ড অ্যাড করতেp
পারবেন।

(৩) সর্বোচ্চ ৫০০০ পেজ লাইক করতে পারবেন।

(৪) একটি ছবিতে সর্বোচ্চ ৫০ জন ব্যক্তি বা

পেজকে ট্যাগ করতে পারবেন।

(৫) সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে চ্যাট গ্রুপ তৈরী
করতে পারবেন।

(৬) লাইক দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন সীমা
নেই। তবে প্রতি ৭ মিনিট পরপর একবারে ৪০ টি
করে লাইক দিলে ব্লক হবেন না।সারাদিন ধরে
করা
যাবে।

(৭) ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নির্দিষ্ট
কোন সীমা নেই।এটা নির্ভর করে একসেপ্ট
করার পারসেন্টেজের উপর।মনে করেন আপনি
৫০০ রিকোয়েস্ট পাঠালেন। সেই ৫০০
রিকোয়েস্টই একসেপ্ট করলো।তাহলে কোন
সমস্যা হবে না।আবার ৫০ জনকে রিকোয়েস্ট

পাঠালেন ৫০ জনই রিজেক্ট করলো। তখন আপনি
ব্লক হবেন।তবে এটা ১০০% হতে হবে তেমন
নয়।বলা যায় ৮০% হলেই হয়।

One thought on "[Facebook Trick]জেনে নিন ফেসবুক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ন বিষয় আর দেখে নিন কোনগুলো আপনার জানা নাই।"

Leave a Reply